Saturday, January 10, 2026

বিশ্বকাপে প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন নেইমারদের

Date:

Share post:

২৫ নভেম্বর বিশ্বকাপের অভিযান শুরু করতে চলছে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। তার আগে জোর প্রস্তুতিতে তিতের দল। তবে প্রস্তুতির মধ‍্যে অনুশীলনে হাল্কা মেজাজে নেইমার, গ‍্যাব্রিয়েল জেসুস, ক‍্যাসেমিরোরা। বিশ্বকাপে গোলের পর  সেলিব্রেশনের জন‍্য নাচ অনুশীলন করে এসেছে সেলেকাওরা। তেমনই ইঙ্গিত পাওয়া গেল রাফিনহোর কথায়। বললেন প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা।

এই নিয়ে অনুশীলনের মাঝে রাফিনহো বলেন,” সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।”

এদিকে নেই নেই করে কুড়িটা বছর! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতগুলো বছর ধরেই বিশ্বকাপ ট্রফিটা অধরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, সাম্বা ফুটবল কি তাহলে নিজেদের সোনালি দিন হারিয়ে ফেলেছে? হেক্সা চাই চাই হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ)। এই দাবির প্রবল চাপ নিয়েই এবারের বিশ্বকাপে পা রেখেছে সেলেকাওরা।

ব্রাজিলের বিশ্বকাপ পরিসংখ্যানটা বেশ অদ্ভুত। ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপের তিনটেই চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। মাঝে একটা লম্বা বিরতি। এরপর আবার ১৯৯৪ থেকে ২০০২—টানা তিনটে বিশ্বকাপের ফাইনাল খেলে দু’বার চ্যাম্পিয়ন। অথচ এই ব্রাজিলই শেষ চারটে বিশ্বকাপের একটিতেও ফাইনালে উঠতে পারেনি! প্রতিবারই নকআউট পর্বের ম্যাচে কোনও না কোনও ইউরোপিয়ান দলের কাছে হার মানতে হয়েছে সাম্বা ফুটবলকে। এবার অবশ্য অনেকটাই আটঘাঁট বেঁধে এসেছেন তিতে। নেইমারদের কোচ বলেন, “জানি দেশের প্রত্যেকটি মানুষের চোখ এখন কাতারে। সবাই চাইছে আমরা কাপটা নিয়ে দেশে ফিরি। এই আবেগকে আমরা সম্মান করি। তবে এই মুহূর্তে গোটা দলের ফোকাস শুধুই বিশ্বকাপে। গোটা দেশের মতো আমরাও হেক্সার স্বপ্ন দেখছি। কিন্তু লক্ষ্যে সফল হওয়ার জন্য যে জিনিসটা সবথেকে বেশি জরুরি, সেটা হল মনঃসংযোগ।’’

তিতে আরও বলেন, ‘‘আমি ফুটবলারদের বলেছি, মাঠে নেমে খেলা উপভোগ করো। নিজেদের সেরাটা নিংড়ে দাও। পাশাপাশি পরিকল্পিত ফুটবল খেলতে হবে। আমাদের দলটা প্রতিভায় ঠাসা। তবে মাঠে নেমে নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে হবে। তবেই সাফল্য ধরা দেবে।’’

আরও পড়ুন:সৌদি আরবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন মেসি, টপকে গেলেন মারাদোনা এবং বাতিস্তুতাকে

 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...