Tuesday, August 26, 2025

ঘুম ভাঙল অমিতের! দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে হাঁটছে বিজেপি?

Date:

Share post:

দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Rules) কার্যকর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর শাহের এমন ঘোষণার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অমিত শাহ বলেন, বিজেপি নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) প্রতিশ্রুতি দিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। আর এখনই সেই প্রতিশ্রুতি পূরণের সঠিক সময় এসেছে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৫০ সালের পর থেকেই প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এতে সায় ছিল জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি গোপালাচারীর। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তাঁরা চেয়েছিলেন যে দেশে সবার জন্য যাতে সমান আইন হয়।

পাশাপাশি এদিন অমিত শাহ জানান, তুষ্টিকরণের রাজনীতির (Politics of Appeasement) কারণে কংগ্রেস ১৯৬৮ সালের পর থেকে অভিন্ন দেওয়ানি বিধিকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল। তবে জাতীয় স্তরে না হলেও ইতিমধ্যেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করবই।

বিধানসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে সারা গুজরাট চষে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত দুই দশকের নিজেদের রেকর্ড ভেঙ্গেই এবার গুজরাটে বিপুল জয়লাভ করবে বিজেপি বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারের ফাঁকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিবেদনে অভিন্ন দিওয়ানি বিধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন শাহ।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...