Saturday, May 3, 2025

এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি! ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদলতের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। শুক্রবার সকালে তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

 আরও পড়ুন: অনুব্রতের লটারি রহস্যের সন্ধানে বীরভূমে CBI

এদিকে ,অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি।সেই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে একটি মামলাও করে ইডি। আজ, শুক্রবার তার শুনানি ছিল। কিন্তু দিল্লি যেতে চান না অনুব্রত। তাই ইডির উদ্যোগ ভেস্তে দিতে ময়দানে নেমেছেন অনুব্রতের আইনজীবীও। আজ সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবীর সওয়াল জবাবে উঠে আসে,ইতিমধ্যেই এ নিয়ে আসানসোল জেলা আদালতে একটি মামলা চলছে। একই ব্যক্তিকে নিয়ে আদও দিল্লি কোর্টে মামলা করার এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ইডির করা মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আগামী ১ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থ্যাৎ এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত মণ্ডল।

তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা তাঁকে আলাদাভাবে জেরা করতে চান। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। তাঁর মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করার ভাবনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যদিও তৃণমূল নেতার শারীরিক অবস্থা যেমন, তাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...