Sunday, August 24, 2025

এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি! ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদলতের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। শুক্রবার সকালে তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

 আরও পড়ুন: অনুব্রতের লটারি রহস্যের সন্ধানে বীরভূমে CBI

এদিকে ,অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি।সেই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে একটি মামলাও করে ইডি। আজ, শুক্রবার তার শুনানি ছিল। কিন্তু দিল্লি যেতে চান না অনুব্রত। তাই ইডির উদ্যোগ ভেস্তে দিতে ময়দানে নেমেছেন অনুব্রতের আইনজীবীও। আজ সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবীর সওয়াল জবাবে উঠে আসে,ইতিমধ্যেই এ নিয়ে আসানসোল জেলা আদালতে একটি মামলা চলছে। একই ব্যক্তিকে নিয়ে আদও দিল্লি কোর্টে মামলা করার এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ইডির করা মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আগামী ১ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থ্যাৎ এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত মণ্ডল।

তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা তাঁকে আলাদাভাবে জেরা করতে চান। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। তাঁর মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করার ভাবনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যদিও তৃণমূল নেতার শারীরিক অবস্থা যেমন, তাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...