Friday, November 7, 2025

Andhra Pradesh : ৮০০ টাকা কেজি গাধার মাংস ! অন্ধবিশ্বাসের জেরে চড়া দামে বিক্রি হচ্ছে গাধার দুধ

Date:

Share post:

কেউ কিছু বুঝতে না পারলে তাকে গাধা (Donkey) বলে যতই অপমান করার রেওয়াজ চলে আসুক না কেন, গাধা যে ফেলনা নয় তা আগেই বুঝিয়েছেন বিজ্ঞান। কিন্তু তাই বলে ৭০০/৮০০ টাকা কেজি দরে গাধার মাংস বিক্রি ? এখানেই শেষ নয় চড়া দামে বিকোচ্ছে গাধার দুধও (Milk)। পাশাপাশি রয়েছে বেআইনি ভাবে গাধা ও গাধার মাংস পাচারের মারাত্মক অভিযোগ। আর এত কান্ডের পিছনে রহস্য হচ্ছে অন্ধবিশ্বাস । গাধার মাংস, রক্ত, দুধে রোগের উপশম হয় – এই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অন্ধ্রপ্রদেশে (Andhra pradesh) চলছে বেআইনি কর্মকাণ্ড।

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (PETA) – এর তরফ থেকে বলা হচ্ছে যে গুন্টুর-প্রকাশম ও সংলগ্ন এলাকায় মানুষের কুসংস্কার, গাধার মাংস ও দুধ খেলে লোহার মতো শক্তিশালী শরীর তৈরি হয়। স্বাস্থ্য ভাল থাকে। আর ঠিক সেই কারণের জন্যই বেড়েছে বিপুল চাহিদা। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় এনজিও, পেটা ও রাজ্য পুলিশের (state police) যৌথ অভিযানে উদ্ধার প্রায় সাড়ে সাতশ কিলোগ্রাম মাংস। পাচার হওয়ার আগে ৩৬টি গাধাকেও উদ্ধার করা হয়েছে। গাধার মাংস বিক্রি ও পাচার আইনত অপরাধ। অনেকেই আবার বিভিন্ন রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশে গাধা পাচার করছেন। তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। কুসংস্কারের ফাঁদেই গাধার মাংসের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (People for the Ethical Treatment of Animals) এর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইকো সিস্টেম সচল রাখতে গাধার ভূমিকা আছে। এমনকি এই প্রাণীটি যে পরিমাণ পরিশ্রম করতে পারে সেটা অন্য কোনও প্রাণীর পক্ষে করা সম্ভব কিনা সে নিয়েও মতবিরোধ আছে। কিন্তু তাই বলে গাধার দুধ আর মাংস নিয়ে যে রটনা চারপাশে সেটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞানসম্মত ভাবে গাধার দুধ, মাংস ও রক্তের কোনও চিকিৎসাজনিত লাভ নেই। PETA এর তরফ থেকে এই কুসংস্কার ছড়িয়ে পড়া আটকানোর জন্য সরকারি হস্তক্ষেপের দাবিও করা হয়েছে।

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...