Sunday, August 24, 2025

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি, বাঁশি মুখে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টেফানি ফ্যাপার্ট

Date:

Share post:

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) নতুন ইতিহাস তৈরি হতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল, বৃহস্পতিবার কোস্টারিকা এবং জার্মানির ম্যাচেই বাঁশি মুখে প্রথমবার মহিলা রেফারি দেখতে চলেছে ফুটবল বিশ্ব। ফ্রান্সের স্টেফানি (Stephani Frappart) ফ্যাপার্টই প্রথম মহিলা, যিনি পুরুষদের বিশ্বকাপে (Mens World Cup)রেফারির দায়িত্ব পালন করবেন। এর আগে ফ্র্যাপার্ট প্রথম মহিলা রেফারি হিসেবে ইউএফার (UFA) ম্যাচে দায়িত্ব সামলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।

প্রথমবার মূল রেফারি হিসেবে মাঠে নামলেও বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে আগেও দায়িত্ব সামলেছেন ফ্র্যাপার্ট। ফিফার তরফে আগেই জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে। প্রধান রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। কাতার বিশ্বকাপে নানা বিতর্কের মাঝে কিছু স্মরণীয় ঘটনা এবং ইতিহাসও দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম হতে চলেছে পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি।

উল্লেখ্য, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট-এর পাশাপাশি জাপানের ইয়ামাশিতা ইয়োশিমি, রোয়ান্ডার সালিমা মুকাসেঙ্গা, ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিটরা এ বারের বিশ্বকাপে রেফারিদের তালিকায় রয়েছেন। ৩৬ জন রেফারির মধ্যে সুযোগ পেয়েছেন তাঁরা। পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ইতিহাসে এই প্রথমবার। ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রেপপার্ট ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও তাঁকে রেফারিং করতে দেখা গিয়েছিল। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। আর এবার পুরুষদের বিশ্বকাপেও রেফারিং করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন স্টেফানি।

 

spot_img

Related articles

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...