Saturday, November 8, 2025

FIFA WC 2022 : সৌদিকে হারিয়েও স্বপ্নভঙ্গ মেক্সিকোর, এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় !

Date:

Share post:

জটিল সমীকরণে বুধবার মধ্যরাতের জোড়া ম্যাচ শুরু হয়েছিল। একদিকে আর্জেন্টিনার (Argentina) শেষ ষোলোতে যাওয়ার লড়াই। প্রথম থেকেই আক্রমণের মুডে ছিলেন আর্জেন্টিনার প্লেয়াররা। মেসির (Lionel Messi) পেনাল্টি মিস হওয়া সত্ত্বেও শেষ হাসি হাসলেন তাঁরাই। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের পাশাপাশি গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব ও মেক্সিকো (Saudi Arab v/s Mexico)। সেখানে দুই দলের কাছে সুযোগ ছিল শেষ ১৬-তে যাওয়ার। কিন্তু হল না। কোনও দলই পারল না যেতে। মেক্সিকো (Mexico) ম্যাচে ২-১ গোলে জিতলেও শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ (FIFA WORLD CUP) থেকে বিদায় জোড়া দলেরই।

আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব।যেই দল অতীতে মাত্র ১টা গোল বিশ্বকাপে করতে পেরেছিল তাঁরা, আর্জেন্টিনাকে পর্যুদস্ত করেছিল এটাই ছিল অপ্রত্যাশিত। এরপর এশিয়া মহাদেশের এই দেশের উপর প্রত্যাশা বাড়তে থাকে। যদিও পোল্যান্ড-এর কাছে হারতে হয়েছিল সৌদিদের।তাও বিশ্বকাপের শেষ ১৬-তে যাওয়ার রাস্তা খোলা ছিল। কিন্তু সেটাও হল না মেক্সিকোর কাছে হেরে শেষ হল বিশ্বকাপের অভিযান। তবে মেক্সিকোর ক্ষেত্রেও একই ছবি। সৌদি আরবকে ২-১ গোলে হারালেও শেষ ১৬-তে যাওয়া হল না তাঁদেরও।

খাতায়-কলমে অনেকটা এগিয়ে থেকে লড়াইটা শুরু করলেও মাঠে বিন্দুমাত্র দাপট রাখতে পারিনি মেক্সিকো। প্রথম ৪৫ মিনিটে একাধিকবার বিপক্ষকে সুযোগ করে দিয়েছিল এই দল। যদিও তা কাজে লাগাতে পারেনি সৌদিরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে মেক্সিকো।পুরো ম্যাচে নিজেদের দাপট ধরে রাখার ফলও মেলে হাতেনাতে। ৪৭ মিনিটের মাথায় গোল পেল মেক্সিকো। সিজার মন্তেজের পাস থেকে জোরালো শটে গোল করে যান হেনরি মার্টিন। ৫২ মিনিটে ফের গোল। ফ্রি কিক থেকে গোল করেন মেক্সিকোর লুই শাভেজ। ৬০ মিনিটের মাথায় আক্রমণ শুরু করে সৌদি আরব।অতিরিক্ত সময়ের ৫ মিনিটে একটি গোল শোধ করে সৌদি আরব। কিন্তু ততক্ষণে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ শেষ হয়ে গেছে তাই মেক্সিকোর কাছে আর কোনও রাস্তায় খোলা ছিল না বিশ্বকাপে টিকে থাকার।

 

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...