Saturday, January 10, 2026

ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের! আপাতত দায়িত্বে জেলাশাসক

Date:

Share post:

পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) প্রশাসক (Administrator) নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত শুক্রবার রাজ্যের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, ঝালদার তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) জবা মেছোয়ারকে এক মাসের জন্য পুরপ্রশাসক করা হচ্ছে। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার সেই মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের। পাশাপাশি আদালত সাফ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত প্রশাসকের দায়িত্বে থাকবেন পুরুলিয়ার জেলাশাসক। একইভাবে ঝালদা পুরসভায় আস্থাভোটে জয়ী হওয়ার পর যে শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে মনোনীত করেছিল কংগ্রেস, তিনিও দায়িত্ব নিতে পারবেন না।

গত ২১ নভেম্বর ঝালদায় পুরসভায় আস্থাভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। অপসারিত হন পুরপ্রধান সুরেশ আগরওয়াল (Suresh Agarwal)। তারপর থেকেই পুরবোর্ডের প্রধান নির্বাচন নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে রবিবার দু’দলের মনোনীত প্রধান জবা এবং শীলা একসঙ্গে ঝালদা পুরসভায় এসে পৌঁছলে গল্প নতুন মোড় নেয়। পরে সমস্যার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্ট ঝালদা পুরসভা নিয়ে স্থগিতাদেশ জারি করল।

এদিকে ঝালদা পুরভোটের প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রবিবারই রাজ্যপালকে চিঠিতে জানিয়েছেন, কংগ্রেসকে (Congress) পুরবোর্ড গঠন করা থেকে আটকাতে সন্ত্রাস চালানো হচ্ছে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করে কংগ্রেসকে নির্মূল করার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে তিনি লেখেন, সিবিআই (CBI) তদন্ত (Investigation) শুরু করেছে। পুরসভার সমস্ত বিধি লঙ্ঘন করে নির্বাচিত চেয়ারম্যানের জায়গায় শাসকদলের প্রতিনিধিকে বসানো হয়েছে। এটা সরকারি প্রতিষ্ঠান, গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর সামিল এবং নির্বাচিত প্রতিনিধির গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রদেশ সভাপতি। এই নোংরা খেলা বন্ধ করে গণতন্ত্র সুদৃঢ় করার জন্য রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন অধীর।

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...