Thursday, November 13, 2025

হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী কে? মা-ছেলের পাশাপাশি দৌড়ে আর কারা দেখে নিন

Date:

Share post:

গুজরাতে গেরুয়া ঝড় বইলেও ট্র্যাডিশন মেনে সরকার বদল হয়েছে হিমাচল প্রদেশে। পাঁচ বছরের ব্যবধানে ফের এই পার্বত্য রাজ্য কংগ্রেসের হাত ধরেছে। তাদের এই মন্দার বাজারে ৬৮ আসন বিশিষ্ট হিমাচলে ৪০টি কেন্দ্রে জয় পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস। এদিকে হিমাচলের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আজ, শুক্রবারই সিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসছে কংগ্রেস নেতৃত্ব। হিমাচলে কংগ্রেসের পরিষদীয় দলনেতা বাছাই করবেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাজনৈতিক মহলে খবর, হিমাচলে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে
প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং। প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভাকে এ বার মুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছেন তাঁর পুত্র তথা বিধায়ক বিক্রমাদিত্য সিং। বর্তমানে মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিভা। বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেননি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হলে আগামী ৬ মাসের মধ্যে কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে তাঁকে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের মাঝেই কি দেশে ফিরতে চেয়ে ছিলেন রোনাল্ডো? মুখ খুললেন CR7

প্রতিভার পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর পুত্র বিক্রমাদিত্যর নামও উঠে আসছে। সিমলা গ্রামীণ কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন বিক্রমাদিত্য। তবে মুখ্যমন্ত্রী পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভারের জন্য বিক্রমাদিত্যর বয়স অনেকটাই কম বলে মনে করেন সে রাজ্যের কংগ্রেস নেতারা। এ ছাড়াও হিমাচলের মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে চর্চায় রয়েছে বর্তমান বিরোধী দলনেতা সুখবিন্দর সুখু, মুকেশ অগ্নিহোত্রী ও কুলদীপ সিংহ রাঠৌর।

এদিকে, হিমাচলের দায়িত্বে থাকা এআইসিসি নেতা রাজীব শুক্ল জানিয়েছেন যে, নির্বাচনী ফলাফলে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব খুশি। রাজ্যে সুশাসন চালানোর জন্য কংগ্রেস বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেছেন। দলের দুই পর্যবেক্ষক— ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যতম শীর্ষ নেতা ভূপিন্দর হুডাও সিমলা যাচ্ছেন।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...