ফের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।বো*মাবাজির ঘটনা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গতকাল, শুক্রবার রাত ১১টা নাগাদ বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের বাড়িতে পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। নিকুঞ্জবাবুর পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়।

অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী নিকুঞ্জবাবুর বাড়িতে দুটি বোমা ছোঁড়ে। তার ফলে বাড়ির কাঁচের জানলা ভেঙে গিয়েছে। দেওয়ালে পোড়া দাগ বোমাবাজির সাক্ষ্য বহন করছে। তবে কী কারণে বোমা ছোঁড়া হল তা এখানও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি কারা এই কুকর্মের পিছনে রয়েছে তাও জানা যায়নি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি।

নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এই ঘটনার পর নমুনাও সংগ্রহ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
