Saturday, August 23, 2025

আজ সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া, জিততে মরিয়া নীল-সাদার দল

Date:

Share post:

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। পরস্পরের মুখোমুখি হওয়ার আগে অদ্ভুতভাবে একই বিন্দুতে দাঁড়িয়ে লিওনেল মেসি ও লুকা মদ্রিচ। দু’জনেই এর আগে একটা করে বিশ্বকাপ ফাইনাল খেলে শূন্যহাতে দেশে ফিরেছেন। দু’জনেরই এটা শেষ বিশ্বকাপ। আবার দু’জনের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে তাঁদের দেশের ভাগ্য। এবার আরও একটা বিশ্বকাপ ফাইনাল থেকে একটা জয়ের দূরত্বে দাঁড়িয়ে মেসি ও মদ্রিচ।

মঙ্গলবার রাতের ম্যাচে শেষ হাসি হাসবেন কে? মহারণের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির মুখে মদ্রিচের ঢালাও প্রশংসা। তিনি বলেন, ‘‘মদ্রিচকে মাঠে খেলতে দেখা মানেই অনাবিল আনন্দ। ও শুধু অসাধারণ ফুটবলারই নয়, অত্যন্ত শ্রদ্ধেয় ফুটবল ব্যক্তিত্ব।’’

একই সঙ্গে স্কালোনির আশা, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। আর্জেন্তাইন কোচের বক্তব্য, ‘‘আশা করি, লিও বিশ্বকাপের পরেও আমাদের হয়ে খেলা চালিয়ে যাবে। দেখা যাক, ও কী সিদ্ধান্ত নেয়।’’ দলের আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি’মারিয়াকে কোয়ার্টার ফাইনালে শেষ দিকে মাঠে নামিয়েছিলেন। সেমিফাইনালে কি ডি’মারিয়া শুরু থেকে খেলবেন। স্কালোনি বলছেন, ‘‘ডি’মারিয়া ফিট। তবে প্রথম দলে থাকবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

এদিকে, অধরা বিশ্বকাপ ট্রফিটা পেতে মেসি যে কতটা মরিয়া, সেটা তাঁর আচরণেই ধরা পড়ছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা যেভাবে মেজাজ হারিয়ে বিপক্ষ শিবিরের কোচ ও ফুটবলারদের কটূক্তি করেছেন, তা এক কথায় ব্যতিক্রমী! মেসি নিজেও জানেন, ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ তাঁকে আটকানোর জন্য বিশেষ রণকৌশল তৈরি রাখছেন। পাল্টা রণনীতি সাজাচ্ছেন এলএম টেনও। তাঁকে রুখতে ক্রোট ফুটবলাররা নিজেদের বড় শরীর ব্যবহার করবেই। তাই গত কয়েকটা দিন জিমে বাড়তি সময় কাটিয়েছেন।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের সেমিফাইনাল, মুখোমুখি মেসি বনাম লুকা মদ্রিচ, তার আগে একনজরে দুই তারকার কিছু সাফল্যের মুহূর্ত

 

spot_img

Related articles

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...