Friday, January 30, 2026

সুবীরেশের হাজিরায় কেন ১০ দিন সময়, জেলা আদালতের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) জেল হেফাজতে আছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) ।এবার তাঁর জামিনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।বৃহস্পতিবার আদালতে সুবীরেশ আবেদন করেন, সিবিআইয়ের এফআইআর-এ নাম নেই তাঁর। তদন্ত শেষ, তারপরও তাঁকে আটকে রাখা হয়েছে। তাই জামিন দেওয়া হোক তাঁকে।
এরই পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের জামিনের আবেদন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই চার্জশিট জমা দিয়েছে। কিন্তু সেই চার্জশিটে তাঁর নাম নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী সুবীরেশের আইনজীবীর কাছে জানতে চান, উপাচার্য হলে কি অপরাধ করতে পারেন না? সুবীরেশের আইনজীবী আদালতে বলেন, ‘তাঁর মক্কেল ৮৮ দিন জেলে রয়েছেন। মামলার তদন্ত শেষ। সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। আর কিছু নতুন করে তদন্তের প্রয়োজন নেই। এরপরই ডিভিশন বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করে, ‘তদন্ত কি শেষ?’ যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, ‘পুনরায় তদন্ত চলছে।’ আদালতে সিবিআই আরও জানায়, এই মামলার তদন্ত ইডিও করছে।
এই মামলার একটি রিপোর্ট দিতে চেয়ে ডিভিশন বেঞ্চের সময় চায় কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...