Tuesday, August 26, 2025

ফাইনালে মেসি-এমবাপেদের সামলাবেন এই অভিজ্ঞ রেফারি

Date:

Share post:

আগামিকাল ফুটবল বিশ্বে মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর এই হাইভোল্টেজ ম‍্যাচ পরিচালনার জন‍্য রেফারির নাম জানাল ফিফা। মেসি-এমবাপেদের ম‍্যাচের দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক। এর আগে আর্জেন্তিনা ও ফ্রান্স উভয়ের ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মারচিনিয়াক। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক এবং শেষ ষোলো পর্বে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ফাইনালে মারচিনিয়াকের পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন খোদ ইতালীয় কিংবদন্তী রেফারি পিয়েরলুইজি কোলিনা, যিনি এবারের বিশ্বকাপে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন এই পোলিশ রেফারি। ২১ বছর বয়স থেকেই ম্যাচ রেফারি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মারচিনিয়াক। তবে তার পাশাপাশি অ্যামেচার ফুটবলার হিসাবে খেলতেন। কিন্তু ২০০৬ সালে ২৫ বছর বয়সে পুরোপুরি পেশাদার রেফারি হিসাবেই কাজ শুরু করেন তিনি। ফিফার তালিকাভুক্ত রেফারি হিসাবে তাঁর নাম ওঠে ২০১১ সালে। তারপর থেকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হওয়ার জন্য তাঁকে বেছে নিয়েছে ফিফা। যেমন বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের ফাইনালের ম্যাচের জন্যও।

একনজরে দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারচিনিয়াককে সাহায্য করবেন কারা।

পোল্যান্ডের পাওয়েল সোকোলনিকি (সহকারী রেফারি ১), পোল্যান্ডের টোমাজ লিস্টকিউইচ (সহকারী রেফারি ২), মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাথ (চতুর্থ অফিশিয়াল), পোল্যান্ডের টোমাজ কুইয়াটোস্কি (ভিএআর রেফারি), ভেনেজুয়েলার জুয়ান সোটো (সহকারী ভিএআর), মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল অ্যাটকিন্স (অফসাইড ভিএআর) এবং মেক্সিকোর ফের্নান্ডো গুইরেরো (সাপোর্ট ভিএআর)।

 

spot_img

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...