Friday, August 29, 2025

তাওয়াং ইস্যুতে উত্তাল সংসদ, রাজ্যসভা ওয়াকআউট তৃণমূলের

Date:

Share post:

তাওয়াং(Tawang) ইস্যুতে বিরোধীদের বিক্ষভে ফের উত্তাল সংসদ(Parliament)। সপ্তাহের প্রথমদিনে বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে ভেস্তে গেল অধিবেশন। সংসদের উচ্চকক্ষে যৌথভাবে ওয়াকআউট করল কংগ্রেস(Congress) ও তৃণমূল(TMC)। এদিন তাওয়াং ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy) ও কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাওয়াং সীমান্তে বর্তমান পরিস্থিতি কী, ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে আলোচনা চায় কংগ্রেস। বারবার কেন চিন হামলা চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

সংসদে বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে অধিবেশন ব্যাহত হওয়ায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়। তিনি বলেন, হই-হট্টগোলের জেরে এখনও পর্যন্ত ১০০ মিনিট নষ্ট হয়েছে বলে বিরোধীদের তিরস্কার করেন তিনি। যদিও নিজেদের দাবিতে অনড় বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন। তাওয়াং ইস্যু নিয়ে ‘সাসপেনশন অফ বিজনেস’ নোটিশ দেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, সঈদ নাসির হুসেন, জেবি মাথের, রঞ্জিত রঞ্জন এবং ডা. আমনি ইয়াজনিক। যা নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “চিন আমাদের জমি দখল করে নিচ্ছে। যদি এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা না করি তাহলে কী আলোচনা করা উচিত? আমরা রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।” কিন্তু, সরকার পক্ষ এদিন এই বিষয়ে আলোচনা করতে চায়নি। এরপরই সরব হন বিরোধীরা।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...