বড়দিনের আগেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত! কনকনে শীতের আমেজ উধাও

আর মাত্র কয়েকটা দিন! তারপরই বড়দিন। আর বড়দিন মানেই কনকনে শীত । সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট।  ডিসেম্বর মাসের শেষেও নেই কনকনে শীতের আমেজ। কিন্তু চলতি বছরে একের পর এক ঘূর্ণাবতের জেরে উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন:সাতসকালে চাদর মুড়ে পুলিশের কনভয়ে অনুব্রত, নয়া মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ

আলিপুর হাওয়া অফিসের পুর্বাভাস, আগামী দিন দু’য়েকের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা সামান্য কমতে দেখা গিয়েছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে। রোদ উঠলে ধীরে ধীরে কেটেও যাবে কুয়াশা। উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রা আপাতত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।