ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী কে জানেন? তাঁর সম্পত্তির পরিমাণ কত? জেনে নিন

দেশের নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ভারতের মধ্যে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ সাধারণ মানুষের মতোই।

আরও পড়ুন:গঙ্গাসাগরে রেকর্ড জনসমাগমের সম্ভাবনা: এক টিকিটেই যাতায়াত, পুণ্যস্নানের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

২০১৮ সালে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র‌্যাটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদনে ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তকমা পেয়েছিলেন মমতা। এখনও বদলায়নি তাঁর জীবনযাত্রার ধরণ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, মমতার আর্থিক অবস্থা এখনও একই রয়েছে।
দেশের নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী , কোনও নির্বাচনের আগে প্রার্থীর মনোনয়নপত্রে তাঁর সম্পত্তির খতিয়ান কমিশনকে জানাতে হয়। সেই তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৭ লক্ষ টাকা। যেখানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সম্পত্তির পরিমাণ প্রায় ৫১০ কোটি টাকা।

এছাড়াও সম্পত্তির দৌড়ে অরুণাচল, আসাম, মহারাষ্ট্র, গোয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা সকলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তুলনায় এগিয়ে রয়েছেন। যেখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সম্পত্তির মূল্য প্রায় দেড় কোটি টাকা, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সাড়ে তিন কোটি, কেরালার পিনারাই বিজয়নের প্রায় ১.২০ কোটি টাকা। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি আর পাঁচটা সাধারণ মানুষের মতো। সম্প্রতি নির্বাচনে জয়লাভ করা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সম্পত্তির মূল্য ৮.২২ কোটি টাকা। দেশের অনান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ প্রায় কোটির ঘরে, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি মাত্র ১৭ লক্ষ টাকা।

Previous articleবিশ্বের সেরা ৫০ অভিনেতার তালিকায় এবার শাহরুখ খানের নাম !
Next articleমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শহরে শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল