Thursday, August 28, 2025

আইপিএল-এর ইতিহাস, ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব, স্টোকসকে নিল চেন্নাই

Date:

Share post:

আজ কোচিতে বসেছে আইপিএল-এর মিনি নিলাম। সেই নিলামে নজির গড়লেন স‍্যাম কারেন। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার হলেন তিনি। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়ার নজির ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসের। রাজস্থান রয়্যালস তাঁকে কিনে নিয়েছিল ১৬.২৫ কোটি টাকায়।

এদিকে এদিন আইপিএল-এর ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন ক্যামেরুন গ্রিন। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় বেন স্টোকসকে নিল চেন্নাই সুপার কিংস।

এদিন আইপিএল ২০২৩-এর জন্য নিলাম শুরু হয়েছিল কেন উইলিয়ামসনকে দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স তাঁকে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় তুলে নেয়। অন‍্যদিকে ৮.২৫ কোটি টাকায় মায়াঙ্ক আগরওয়ালকে কেনে  সানরাইজার্স হায়দরাবাদ। ৫০ লক্ষ টাকায় অজিঙ্কে রাহানেকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে হ‍্যারি ব্রুককে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জেসন হোল্ডারকে তুলে রাজস্থান রয়‍্যালস। ১৬ কোটি টাকায় নিকোলাস পুরানকে নেয় লখনউ সুপার জায়েন্টস। ৫০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাটকে নেয় লখনউ। বেঙ্গালুরু তুলে নেয় বাঁহাতি পেসার রিচি টপলেকে। ইশান্ত শর্মাকে কিনে নিল দিল্লি ক‍্যাপিটলস। তিনি বিক্রি হলেন ৫০ লক্ষ টাকায়। ৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে মুকেশ কুমারকে কিনে নিল দিল্লি। ৬ কোটি টাকায় শিভম মাভিকে তুলে নিল গুজরাত। প্রথমে অবিক্রিত থাকলেও লিটন দাসকে তুলে নেয় কেকেআর।

এদিকে আইপিএল-এর মিনি নিলামে শুরুতেই অবিক্রিত রয়ে গেলেন জো রুট, শাকিব আল হাসান, অ্যাডাম জাম্পারা।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...