Sunday, January 11, 2026

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃ*ত্যুর অভিযোগ! তীব্র নিন্দা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

Date:

Share post:

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগ। শনিবার ভোরে দিনাহাটার (Dinhata) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধায় ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রেম বর্মণ (Prem Barman)। বিএসএফের অভিযোগ, গরু পাচারের সময় ওই ব্যক্তির সঙ্গে বিএসএফের ঝামেলা বাধে। বিএসএফের উপর হামলা চালালে BSF পাল্টা গুলি চালায়। তখনই তাঁর মৃত্যু হয়। যদিও গরু পাচারের অভিযোগটি অস্বীকার করেছে পরিবার। তাদের দাবি, প্রেম বর্মণ চোরাচালানকারীর সঙ্গে যুক্ত নন। তিনি বেঙ্গালুরুতে কাজ করতেন বলে। সেখান থেকে ১০-১২ দিন হয় বাড়ি এসেছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, দেহটি দেখতে পর্যন্ত দেয়নি বিএসএফ।

মৃতের বাবা শিবেন বর্মন বলেন- “আমার ছেলে তামাক ক্ষেত দেখতে গিয়েছিল। সেই সময় বিএসএফ গুলি করে মেরেছে।” ছেলেকে এভাবে যারা মেরেছে তাদের কঠোরতম শাস্তি চেয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

এই মর্মান্তিক ঘটনায় বিএসএফের বিরুদ্ধে নিন্দায় সরব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “সাধারণ মানুষকে গুলি করে মারা বিএসএফের এটা অভ্যাসে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে তার গায়ে গরু পাচারকারী বলে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা ছেলে সে ভিন রাজ্য থেকে কয়েকদিন আগে ফিরেছে। আজকে সে জমিতে কাজ করতে গেছে। তাঁকে গুলি করে হত্যা করা হল।” যদি প্রেম গরু পাচার করতে গিয়েই থাকে, তাহলে বিএসএফ তাঁকে গ্রেফতার না করে গুলি করল কেন? বিএসএফের কি এভাবে গুলি করার এক্তিয়ার আছে? প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত বিএসএফের সম্বন্ধে চিন্তা ভাবনা করে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। না হলে সীমান্তবর্তী এলাকার মানুষ অশান্ত হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...