Thursday, August 21, 2025

Entertainment : ‘বেশরম রং’-এর গায়ে এবার সেন্সরের কাঁচি !

Date:

Share post:

গান সামনে আসা মাত্রই শুরু হয়েছিল বিতর্ক। বছর শেষেও সেই রেশ রয়েই গেল। আর এবার ‘ পাঠান’ (Pathaan) বিতর্কের আঁচ পৌঁছে গেল সোজা সেন্সর বোর্ডের (Censor Board) কাছে। এবার শাহরুখ-দীপিকার (Shahrukh Khan- Deepika Padukone) ‘পাঠান’ (Pathaan)ছবিতে বেশ কিছু পরিবর্তন আনার নির্দেশ দিল সেন্সর বোর্ড। মূলত বিতর্ক একটি গান নিয়ে , যার নাম ‘বেশরম রং’। গানটি গেয়েছেন শিল্পা রাও (Shilpa Rao)। আসল সমস্যাটা গানে নয় বরং দৃশ্যায়নে। কেন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)গেরুয়া মনোকিনি পরানো হল? প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। সেখান থেকেই ফের সক্রিয় বয়কট ট্রেন্ড। এবার ছবির নির্মাতাদের সেন্সর বোর্ডের (Censor Board) তরফে নির্দেশ দেওয়া হল, যাতে ওই গান ও ছবিতে কিছু পরিবর্তন আনা হয়।

প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান। তার আগেই ছবিতে সেন্সরের কাঁচি। আগেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য টিম পাঠানের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, কাটছাঁট করে নতুন ভার্সান বোর্ডের কাছে জমা দিতে হবে। সম্প্রতি CBFC এক্সামিনেশন কমিটি-র কাছে শংসাপত্রের আবেদন জানিয়েছে ছবিটি। সেখানে ছবি দেখার পর এই সিদ্ধান্ত জানিয়েছে সেন্সর বোর্ড। এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র পাঠান নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকে বিতর্ক। সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, ছবির সৃজনশীলতা ও দর্শকদের ভাবাবেগের মধ্যে সমতা বজায় রাখাই সেন্সর বোর্ডের কাজ। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হল। যশ রাজ ফিল্মস নির্দেশ মেনে ছবিতে বদল আনলে নির্ধারিত দিনে ছবি মুক্তি পেতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...