ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লাগে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘ*টনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘটনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। জানা যাচ্ছে, প্ল্যাস্টিক সার্জারি হতে পারে ঋষভ পন্থের।

জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাঁকে যেকোনও সময় দিল্লির কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সদ্য শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। সেই সিরিজে ছিলেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। জানা যাচ্ছে, বাংলাদেশ সফর শেষ করে বাড়ি ফিরছিলেন পন্থ। বাড়ি যাওয়ার পথেই উত্তরাখণ্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘ*টনা।

আরও পড়ুন:প্রয়াত পেলে, একনজরে ফুটবল সম্রাটের কিছু অনন্য নজির
