Sunday, August 24, 2025

ফের শহরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ৮

Date:

Share post:

ফের শহরে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে হাওয়ালার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। সোমবার কলকাতার বড়বাজার এলাকা থেকে এসটিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে মোট ৫৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

আরও পড়ুন:১কোটি টাকার ব্রাউন সুগার-সহ আটক ২ যুবক, ডাবল ত্রিপুরা যেন নেশার সাম্রাজ্য


পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই হাওয়ালা সংক্রান্ত লেনদেনের খবর ছিল তাদের কাছে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মহাত্মা গান্ধী রোডের কাছে কপিলচরণ বেহারা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় নগদ ১২ লক্ষ টাকা। টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তার কোনও সদুত্তর দিতে পারেননি কপিল। এর পরেই তাঁকে গ্রেফতার করে এসটিএফ। আটক করার পর তাঁকে জেরা করে একটি অফিসের সন্ধান পায় পুলিশ। সেই মতো রবীন্দ্র সরণিতে অবস্থিত ওই অফিসে হানা দেয় পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয় নগদ প্রায় ১৬ লক্ষ টাকা। অফিসে হাজির পাঁচ জনকে প্রথমে আটক করা হয়। তাঁদের কাছে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে কোনও সন্তোষজনক উত্তর না পেয়ে ওই অফিসের মালিক গৌরব প্রজাপতি এবং চিরাগ রমেশভাই প্রজাপতি-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

ধৃত ছ’জনের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ লক্ষ ৯৭ হাজার ৭০০ টাকা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েক জায়গায় হানা দেয় গুন্ডাদমন শাখা এবং এসটিএফ। সেখান থেকেও আরও টাকা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৯-তে বরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। কোথা থেকে এত টাকা এল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...