Friday, November 7, 2025

আবাস যোজনায় কড়া রাজ্য, বাদ পড়েছে ১৭ লক্ষ নাম! বিরোধীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া নজরদারি করছে রাজ্য। তারাই ইতিমধ্যে ৫০লক্ষ আবেদনের মধ্যে ১৭ লক্ষ ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রেও তদন্ত করেই ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। বিজেপির অভিযোগের জবাবে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা, তিনতলা বাড়ি করেছে। কেউ কেউ আমাদের সঙ্গে আগে ছিল। একটা জেলায় অভিযোগ এসেছে। ওই জেলাটাও আমার। আমরা এনকোয়ারি করেছি। ১৭ লক্ষ আবেদন বাদ দিচ্ছি।” পূর্ব মেদিনীপুরেই আবাস যোজনায় তালিকায় নাম তোলার দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। অভিযোগের আঙুল উঠেছে শুভেন্দু-সহ অধিকারী পরিবারের বিরুদ্ধে। নাম না করে সে দিকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। মমতা বলেন, “যেখানে যেখানে অভিযোগ পেয়েছি, এনকোয়ারি হয়েছে। ১৭ লক্ষ আবেদন বাদ গেছে।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সরকার তরফে কোনও ভুল থাকলে সে বিষয়ে পদক্ষেপ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে যেতে পারে, সেই কারণেই ৩ বছর আগে দুয়ারে সরকার প্রকল্প আনা হয়েছিল। তবে, দলের ক্যাম্পে সরকারি ফর্ম পূরণ করার বিষয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরে এই কাজ করছে বিজেপি। মমতা স্পষ্ট জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জানাতেই সাধারণ মানুষের কাছে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...