Saturday, January 10, 2026

গাড়ির গতিবিধি জানতে এবার সিম কার্ডে ভরসা! যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

এখন আর শুধু মোবাইলই (Mobile) নয়, এবার রাজ্যের সব যানবাহনেও (Vehicles) বসানো হবে সিম কার্ড (SIM Card)। হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গাড়িতে লোকেশন ট্র্যাকিং ডিভাইস(Location Tracking Device) চালু করতে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের (West Bengal Govt)। এক্ষেত্রে ঠিক মোবাইলের মতো সিম কার্ড লাগিয়ে গাড়ির গতিবিধি জানা যাবে। রাজ্য পরিবহণ দফতরের (Transport Department) দাবি নতুন এই পদ্ধতি চালু হলে যাত্রী সুরক্ষার (Passengers Safety) ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হবে। ৯ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবারই আলিপুরের পরিবহণ দফতরের মাল্টিলেভেল পার্কিং প্লেসে এই নতুন পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরিবহণ দফতর সূত্রে খবর, ভিএলটিডি (VLTD) পরিষেবা চালু করতে যে জোড়া সিম কার্ডের ব্যবহার করা হবে, তারমধ্যে একটি কাজ করলেই পদ্ধতি চালু করার উদ্দেশ্য সফল হবে কারণ, একটি মাত্র সিম কার্ড কাজ করলেই গাড়ির গতিবিধি সহজেই প্রশাসনের আয়ত্তে থাকবে। তবে কোনও কারণে একটি সিম কার্ড কাজ না করলে অপরটি সেই কাজ শুরু করে দেবে। সক্রিয় সিম কার্ড দিয়ে গাড়িগুলির অবস্থান জানা যাবে। তবে মোবাইলের সিম কার্ডের সঙ্গে গাড়ির সিমের তফাত অবশ্যই রয়েছে। ইতিমধ্যে ১২টি বেসরকারি সংস্থাকে এই কাজ করার বরাত দিয়েছে পরিবহণ দফতর। ইতিমধ্যে বেশ কিছু গাড়িতে ভিএলটিডি লাগানোর কাজও সেরে ফেলা হয়েছে।

উল্লেখ্য, মাস খানেক আগেই বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি লাগানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পরিবহণ দফতর। প্রথমে চলতি বছরের মধ্যেই এই নতুন প্রযুক্তিটি গাড়িতে লাগানোর নির্দেশ দেওয়া হলেও সম্প্রতি আরও একটি নির্দেশিকা জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী ও পণ্যবাহী গাড়িতে ১ ডিসেম্বর থেকে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ভিএলটিডি ব্যবস্থা কার্যকর করতে হবে। ৩১ মার্চের মধ্যে বেসরকারি গাড়ির মালিকদের এই ডিভাইসটি নিজেদের গাড়িতে অবশ্যই বসাতে হবে।

 

 

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...