Tuesday, August 26, 2025

৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ-অর্পিতা-মানিক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee) আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার আদালতে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হয়েছিলেন পার্থ ও অর্পিতা। সেখানেই এই নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলা এদিন সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। শনিবার তাঁকেও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার আদালতে পার্থ ও অর্পিতাকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি দুজনকেই প্রশ্ন করেন তাদের কিছু বলার আছে কিনা। এর উত্তরে পার্থ জানান, জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না তার। পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কথা বলেন অর্পিতাও। অর্পিতা বলেন, “জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।” একই সঙ্গে তিনি বলেন, “জেলের যে ওয়ার্ডে থাকতে দেওয়া হয়েছে, সেখানে থাকা খুবই কষ্টকর।”

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। পাশাপাশি এই মামলায় শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য। তাঁরা জামিনের আবেদন জানান। কিন্তু সেই জামিনের আর্জির বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...