Monday, May 5, 2025

৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ-অর্পিতা-মানিক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukherjee) আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার আদালতে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হয়েছিলেন পার্থ ও অর্পিতা। সেখানেই এই নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলা এদিন সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। শনিবার তাঁকেও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার আদালতে পার্থ ও অর্পিতাকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি দুজনকেই প্রশ্ন করেন তাদের কিছু বলার আছে কিনা। এর উত্তরে পার্থ জানান, জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না তার। পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কথা বলেন অর্পিতাও। অর্পিতা বলেন, “জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।” একই সঙ্গে তিনি বলেন, “জেলের যে ওয়ার্ডে থাকতে দেওয়া হয়েছে, সেখানে থাকা খুবই কষ্টকর।”

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। পাশাপাশি এই মামলায় শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য। তাঁরা জামিনের আবেদন জানান। কিন্তু সেই জামিনের আর্জির বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...