Monday, May 5, 2025

নির্বাচনী বন্ড নিয়ে শুভেন্দুর মন্তব্যকে ‘অক্ষমের আর্তনাদ’ বলে কটাক্ষ কুণালের

Date:

Share post:

চাঁদা হিসেবে নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসের বিপুল আয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্যকে অক্ষমের আর্তনাদ বলে মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখার জন্যই নির্বাচনী বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। গাত্রদাহ থেকেই এসব বলছেন শুভেন্দু।

কুণাল মঙ্গলবার বলেন, অধিকারী প্রাইভেট লিমিটেডের আদ্যোপান্ত চোর। নিজে বলেছিল ১১০০ কোটির পার্টি অফিস বিজেপির। কুণালের দাবি, আসলে তৃণমূল দল হিসাবে বড় হচ্ছে। তাতেই গাত্রদাহ হচ্ছে শুভেন্দুর। তাঁর কটাক্ষ, বিজেপির কথা বলুন। ভোটের অনুপাত আর বিজেপির পার্টি অফিস, কোনওটা মেলে ? আসলে ও অভিষেক ফোবিয়ায় ভুগছে। মমতার নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে দল যেভাবে চলছে তাতে জ্বলছে।

নির্বাচন কমিশনকে দেওয়া তৃণমূলের ওই হিসাব উল্লেখ করে কারা সেই চাঁদা দিয়েছেন, তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। এই প্রশ্নে বিজেপির বিরুদ্ধে অস্বচ্ছতার পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।

২০২১-২২ সালে তৃণমূলের আয়ের ৯৬% এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এক বছরের মধ্যে তা ৪২ কোটি থেকে বেড়ে হয়েছে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা। এ প্রসঙ্গে রবিবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে শুভেন্দু বলেন, তৃণমূল এখন আর সততার প্রতীক লেখে না। ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করেছে। সেই সূত্রে কমিশনে তৃণমূলেরই জমা দেওয়া তথ্য উল্লেখ করে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এত টাকা কারা দিল, কোন শর্তে দিল, তা প্রকাশ করতে হবে। বিরোধী দলনেতার এই বক্তব্যকে অবশ্য ‘চোরের মায়ের বড় গলা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...