Tuesday, May 6, 2025

বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওড়াল রেল! অবিলম্বে ‘রাজনীতি’ বন্ধের অনুরোধ ব্রাত্যর

Date:

Share post:

ব্যাবেল (Babel) চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় মিল পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি অভিযোগ করেন, বন্দে ভারতের ঘটনা দেখে মনে হচ্ছে, এটা কোনও ফক্করদের গ্যাং-এর কাজ হতে পারে। তবে এমন কাজকে কোনওভাবেই সমর্থন করেননি শিক্ষামন্ত্রী। তিনি বারবার জানিয়েছেন, এই কাজ অত্যন্ত খারাপ। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি।

পাশাপাশি এদিন ব্রাত্য বসু আরও জানান, এভাবে বাংলাকে ছোট করা হচ্ছে। একটা ট্রেন দুর্ঘটনা যখন হয় সেটা অত্যন্ত দুঃখের কিন্তু যারা মারা যাচ্ছেন তাঁরা কোন রাজ্যের তা সবার আগে খুঁজতে শুরু করি। পাশাপাশি যিনি চালক তিনি আসলে কোন রাজ্যের মানুষ, যিনি গার্ড রয়েছেন তাঁর বাড়িই বা কোন রাজ্যে, কোনও চালকের শিফট বদলানো হয়েছিল কী না? এগুলো নিয়ে আমার মনে হয় কোনও রাজনীতি করা উচিত নয়। প্রশাসনের পদক্ষেপের উপর ভরসা রাখা উচিত।

উল্লেখ্য, গত সোমবারই ফের পাথর হামলা হয় হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেসে। হুগলির চন্দনপুর (Chandanpur) ও বর্ধমানের (Burdwan) মাঝামাঝি পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত হয় সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরা। তবে পূর্ব রেলের সিপিআরও একলব‌্য চক্রবর্তী উড়িয়ে তিনি বলেন, পাথর ছোড়ার মতো ঘটনার কোনওরকম তথ‌্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রেনটির সিসিটিভি ফুটেজ থেকেও কোনওরকম সন্দহজনক বিষয় দেখতে পায়নি রেল পুলিশও। তিনি আরও জানান, সংগৃহীত সিসিটিভির ফুটেজে এলাকা চিহ্নিত হয়েছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ঘতমপুর গ্রাম। ওই সময়ে লাইনের ধারের যে ছবি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে, তাতে এমন কোনও ঘটনা চোখে পড়েনি।

আর এই বিষয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আর্জি জানিয়েছেন পাথর ছোড়া নিয়ে এবার বন্ধ হোক রাজনীতি (Politics)।

 

 

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...