Thursday, November 13, 2025

অনাদায়ী করের বেশিটাই কর্পোরেটদের, শীর্ষে গুজরাত, কর্ণাটক ও মহারাষ্ট্র

Date:

Share post:

এই মুহূর্তে গোটা দেশে অনাদায়ী করের পরিমাণ ৩৮ লক্ষ কোটি টাকা। প্রশ্ন হল, কারা এই বিপুল পরিমাণ কর বাকি রেখেছে? কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, বকেয়া অনাদায়ী করের অর্ধেকেরও বেশি কর্পোরেট সংস্থা ও ধনীদের। এই মুহূর্তে ধনীদের অনাদায়ী আয়করের পরিমাণ ১৯ লক্ষ কোটি টাকারও বেশি। আইনি সমস্যা, প্রকৃত কর নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে গরমিল, হিসেবে গরমিল, রাতারাতি বিভিন্ন সংস্থার ঝাঁপ বন্ধ করে দেওয়া, সর্বোপরি জেনেবুঝে কর ফাঁকি দেওয়ার মতো একাধিক কারণে কর্পোরেট সংস্থা ও ধনীদের কাছে বিপুল পরিমাণ টাকা অনাদায়ী হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, গুজরাত, কর্নাটক, মহারাষ্ট্রের মতো ডবল ইঞ্জিন রাজ্যেই কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ করের টাকা অনাদায়ী থাকায় সরকারের কোষাগরেও টান পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বিপুল পরিমাণ অনাদায়ী করের বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে নড়েচড়ে বসেছে আয়কর দফতর। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় সংস্থা অনাদায়ী করের কমপক্ষে ৪০ শতাংশ উদ্ধারের জন্য বিশেষ লক্ষ্য নিয়েছে।

ডিসেম্বর মাসেই অনাদায়ী করের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রক, সিবিডিটি এবং আয়কর বিভাগের শীর্ষ কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, আগামী অর্থবছর শেষ হওয়ার আগেই অন্তত সাত লক্ষ কোটি টাকা উদ্ধার করতে হবে। প্রতিবছর যে পরিমাণ কর অনাদায়ী থাকছে তার ১০ শতাংশও উদ্ধার করতে পারছে না মোদির অর্থমন্ত্রক। এ কারণেই অনাদায়ী করের পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে।

আরও পড়ুন- রাজ্য জুড়ে শুরু ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, জনসংযোগ শুরু করেছেন ‘দিদির দূত’রা

 

spot_img

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...