Saturday, August 23, 2025

অনাদায়ী করের বেশিটাই কর্পোরেটদের, শীর্ষে গুজরাত, কর্ণাটক ও মহারাষ্ট্র

Date:

Share post:

এই মুহূর্তে গোটা দেশে অনাদায়ী করের পরিমাণ ৩৮ লক্ষ কোটি টাকা। প্রশ্ন হল, কারা এই বিপুল পরিমাণ কর বাকি রেখেছে? কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, বকেয়া অনাদায়ী করের অর্ধেকেরও বেশি কর্পোরেট সংস্থা ও ধনীদের। এই মুহূর্তে ধনীদের অনাদায়ী আয়করের পরিমাণ ১৯ লক্ষ কোটি টাকারও বেশি। আইনি সমস্যা, প্রকৃত কর নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে গরমিল, হিসেবে গরমিল, রাতারাতি বিভিন্ন সংস্থার ঝাঁপ বন্ধ করে দেওয়া, সর্বোপরি জেনেবুঝে কর ফাঁকি দেওয়ার মতো একাধিক কারণে কর্পোরেট সংস্থা ও ধনীদের কাছে বিপুল পরিমাণ টাকা অনাদায়ী হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, গুজরাত, কর্নাটক, মহারাষ্ট্রের মতো ডবল ইঞ্জিন রাজ্যেই কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ করের টাকা অনাদায়ী থাকায় সরকারের কোষাগরেও টান পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বিপুল পরিমাণ অনাদায়ী করের বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে নড়েচড়ে বসেছে আয়কর দফতর। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় সংস্থা অনাদায়ী করের কমপক্ষে ৪০ শতাংশ উদ্ধারের জন্য বিশেষ লক্ষ্য নিয়েছে।

ডিসেম্বর মাসেই অনাদায়ী করের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রক, সিবিডিটি এবং আয়কর বিভাগের শীর্ষ কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, আগামী অর্থবছর শেষ হওয়ার আগেই অন্তত সাত লক্ষ কোটি টাকা উদ্ধার করতে হবে। প্রতিবছর যে পরিমাণ কর অনাদায়ী থাকছে তার ১০ শতাংশও উদ্ধার করতে পারছে না মোদির অর্থমন্ত্রক। এ কারণেই অনাদায়ী করের পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে।

আরও পড়ুন- রাজ্য জুড়ে শুরু ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, জনসংযোগ শুরু করেছেন ‘দিদির দূত’রা

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...