Monday, August 25, 2025

গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ নিয়ে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

শিয়রে বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ত্রিপুরায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা একাধিক বৈঠক করেন। ভোটে নিরাপত্তা জোরদার করতে বিশেষ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একদিন আগে যেতে চাইলেও আশাপূরণ হল না শাহের, কেন জানেন?

এই বৈঠকে রাজীব কুমার বলেন, “ত্রিপুরায় অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করানোর ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের এই উৎসবে ভোটাররা যাতে নির্ভয়ে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে এগোচ্ছি আমরা। যদি কোনও ভোটারকে হুমকি বা বাধার মুখে পড়তে হয়, তাহলে সিভিজিল অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে তাঁরা অভিযোগ জানাতে পারেন।”

ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করে মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, “ভোট প্রক্রিয়া নিয়ে ত্রিপুরার মুখ্য সচিব, ডিজিপি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে গত দু’দিন ধরে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে স্বচ্ছ, হিংসামুক্ত এবং শান্তিপূর্ণভাবে করানো যায়, তা নিশ্চিত করার জন্যই প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলে।”

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গেও যদি কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট দলকে কমিশনের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরায় যে কোনও ভোটে শাসক বিজেপির বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস, ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ বিরোধীদের। বিজেপি আশ্রিত দুষ্কৃতী ও বাইক বাহিনী দাপটে ভোটের দিন মানুষ বাড়ি থেকে বের হতে পারেন না। ভোটকে কার্যত প্রহসনে পরিণত করেছে বিজেপি। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে গোটা ত্রিপুরা জুড়ে জঙ্গলরাজ কয়েক করেছে গেরুয়া বাহিনী। তাই এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন যাতে সন্ত্রাসমুক্ত করা যায় সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...