Wednesday, August 27, 2025

ভারত জোড়ো যাত্রায় আলিঙ্গনের চেষ্টা! রাহুলের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পর এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তা বলয় (Security) ভেঙে ঢুকে তাঁকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোসিয়ারপুরে (Punjab)। আর এমন ঘটনার জেরেই এবার সোনিয়া তনয়কে জেড প্লাস ক্যাটাগরির (Z+) নিরাপত্তা দিল কেন্দ্র। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস (Congress)।

মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোসিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরেন তিনি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। তবে বিষয়টিতে প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন রাহুল। পরে অবশ্য একইভাবে এগিয়ে যায় ভারত জোড়ো যাত্রা।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হলুদ রঙের জ্যাকেট এবং মাথায় পাগড়ি পরা জনৈক এক ব্যক্তি আচমকাই ভারত জোড়ো যাত্রার একেবারে সামনে চলে আসেন এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আলিঙ্গন করেন। তবে রাহুল গান্ধীর পাশে থাকা কংগ্রেস কর্মীরা তাঁকে ঠেলে সরিয়ে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিন তিনেক আগে একইভাবে কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। রাস্তার দু’পাশে ভিড় জমিয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই আচমকা এক যুবক নিরাপত্তা বলয় টপকে প্রধানমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যায়। সে নিজে হাতে মোদিকে মালা পরানোর চেষ্টা করে।

এদিকে রাহুলকে আলিঙ্গন করার ঘটনা প্রকাশ্যে আসতেই যথাযথ পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে রাহুল জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অর্থাৎ ২৪ ঘণ্টা ৮-৯ জন কম্যান্ডো তাঁর সঙ্গে থাকবেন। তবে কংগ্রেস নেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর আশপাশে যাঁরা থাকবেন, তাঁদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি কাশ্মীরে রাহুল গান্ধী যাতে নিরাপত্তা লঙ্ঘন না করেন, সে ব্যাপারে তাঁকে অনুরোধও জানানো হয়েছে।

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...