Sunday, August 24, 2025

চুরি ও সমকামিতার অপরাধে ৯ জনকে প্রকাশ্যে চাবুক মেরে হাত কাটল তালিবান

Date:

Share post:

অতীতের তালিবানি(Taliban) রীতি ফের লাগু হচ্ছে আফগানিস্তানে(Afganistan)। চুরি ও সমকামিতার মতো অপরাধে কান্দাহারে ৯ জনকে চাবুকপেটা করে হাত কাটল তালিবান। কান্দাহারের(Kandahar) এক স্টেডিয়ামে চলল নৃশংস এই শাস্তি। যা দেখল শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে তালিবান সরকার নয়জনকে প্রকাশ্যে নয়জনকে শাস্তি দেওয়া হয়। জনসমক্ষে ৩৫ থেকে ৩৯ বার চাবুক পেটা করার পর তাদের হাত কেটে নেওয়া হয়। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের তরফে টুইট করে বলা হয়েছে, “আফগানিস্তানের সুপ্রিম কোর্টের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে চুরি ও সমকামিতার অপরাধে নয়জনকে কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে শাস্তি দেওয়া হয়েছে।” পূর্ববর্তী আফগানিস্তান সরকারের মন্ত্রীর প্রাক্তন পরামর্শদাতা শবনম নাসিমি টুইট করে জানান, “চুরির অভিযোগে কান্দাহারের ফুটবল স্টেডিয়ামে চার ব্যক্তির হাত কেটে নেওয়া হয়েছে। বিনা বিচার প্রক্রিয়াতেই আফগানিস্তানের মানুষদের প্রকাশ্যে মারধর, এমনকী হাত কেটে নেওয়া হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন।”

তবে আফগানিস্তানে তালিবানের শাসনে এমন নৃশংস শাস্তি এই প্রথমবার নয়। সম্প্রতিই রাষ্ট্রসঙ্ঘের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছিল, “২০২২ সালের ১৮ নভেম্বর থেকে আফগানিস্তানের সরকার তাখার, লোগার, লাংমান, পারওয়ান ও কাবুল মিলিয়ে ১০০-র বেশি পুরুষ ও মহিলাকে প্রকাশ্যে চাবুকাঘাত করা হয়েছে। চুরি, অবৈধ সম্পর্ক বা সামাজিক নিয়ম অমান্য করার অপরাধে ২০ থেকে ১০০ বার চাবুকের আঘাত করা হয়েছে। স্টেডিয়ামে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ দেখতে পান।”

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...