Thursday, August 21, 2025

যোগীরাজ্যের পর এবার ‘মামাজি’-র মধ্যপ্রদেশ! বিজেপিতে না এলে বাড়ি বুলডোজের হুঁশিয়ারি মন্ত্রীর

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগ না দিলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকারের পঞ্চায়েত মন্ত্রী (Panchayat Minister) মহেন্দ্র সিং সিসোদিয়ার (Mahendra Singh Shisodia) কথায় তৈরি হল বিতর্ক। চলতি বছরেই নির্বাচন মধ্যপ্রদেশে। আগেরবার ভোটে জিতে কংগ্রেস (Congress) সরকার গঠন করলেও পরে গেরুয়া কারসাজিতে তা ভেঙে যায়। এরপর মধ্যপ্রদেশের রাশ নিজেদের হাতে নেয় বিজেপি।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাতে বক্তব্য রাখছেন মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, সময় হয়ে আসছে। এবার বিজেপির দিকে এগিয়ে আসুন। নইলে মামাজি (Mama JI) কিন্তু বুলডোজার (Bulldozer) নিয়ে রেডি রয়েছেন। খুব সাবধান। ২০২৩ সালে ভোট আছে। বিজেপিই সরকার গঠন করবে। উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে মামাজি বলে পরিচিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। আর পঞ্চায়েত মন্ত্রীর এমন বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে নাম না করেই এই কথা বলেছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েতমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মহেন্দ্র সিং সিসোদিয়ার আসল উদ্দেশ্য যে কংগ্রেস, তা দিনের আলোর মতো পরিষ্কার।

অন্যদিকে, ঘটনায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা হরিশঙ্কর বিজয়বর্গীয় (Harishankar VIjayvargiya) বলেন, বিজেপি বুঝে গিয়েছে এবারও তারা ভোটে জিতে সরকার গড়তে পারবে না। তাই আগেভাগে বুলডোজারের ভয় দেখাতে চাইছে। তিনি আরও জানিয়েছেন, উনি নিজের ভাষায় সংযম আনুন। এই সমস্ত জবাব মানুষ নির্বাচনে দিয়ে দেবে।

উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বুলডোজার এক অস্ত্র হয়ে উঠেছে। যোগীরাজ্যের উত্তরপ্রদেশের সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে মামাজির মধ্যপ্রদেশও। এবার খোদ পঞ্চায়েত মন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার চালানোর হুঁশিয়ারি।

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...