Thursday, November 13, 2025

প্রতারণার শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব

Date:

Share post:

বড়সড় প্রতারণার শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এই বোলারকে প্রতারিত করেছেন তাঁরই বন্ধু এবং ম্যানেজার। সূত্রের খবর, উমেশের নামে একটি জমি কেনার জন্য তাঁর থেকে টাকা নিয়েছিলেন ওই বন্ধু। কিন্তু সেই জমি না পেয়ে থানায় অভিযোগ করেন উমেশ।

এই নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শৈলেশ ঠাকরে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি।

ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন উমেশ। অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪-এর ১৫ জুলাই বন্ধু ঠাকরেকে ম্যানেজার হিসাবে নিয়োগ করেন। ঠাকরে সেই সময় কর্মহীন ছিলেন।

এই নিয়ে এক পুলিশকর্মী বলেন, ” উমেশের যাবতীয় আর্থিক কার্যকলাপ সামলাত ঠাকরে। উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল ঠাকরের হাতেই। নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। সেই জমি কেনার জন্যেই তাঁর থেকে টাকা নেন ঠাকরে।”

জানা যাচ্ছে, একটি ফাঁকা জায়গায় জমি দেখেন উমেশের বন্ধু। ওই জমির দাম ৪৪ লক্ষ টাকা। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা ঠাকরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু ঠাকরে সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে ঠাকরেকে বলে জমির মালিকানা বদল করতে। ঠাকরে তাতে রাজি হননি। টাকাও ফেরত দেননি। তার পরেই কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...