Friday, January 16, 2026

একদিনের ক্রিকেটে তিন বছর পর শতরান রোহিতের, বিরাট রেকর্ড ভাঙলেন শুভমন

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড তৃতীয় একদিনের ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মা-শুভমন গিলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নেমে শতরান করলেন ভারতের ওপেনার জুটি। ১০১ রান করেন রোহিত। ১১২ রান করেন শুভমন। রোহিত-শুভমনের ব‍্যাটে ভর করে ভারত গড়ে ২১২ রানের পার্টনারশিপ। এদিন ইন্দোরে তিন বছর পর শতরান আসল ভারত অধিনায়কের ব‍্যাট থেকে। এই শতরানের ফলে একদিনের ক্রিকেটে ৩০তম শতরান করে ফেললেন হিটম‍্যান।

রোহিত শেষ শতরান করেছিলেন ২০২০ সালে ১৯ জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন তিনি। তিন বছর পর একদিনের ক্রিকেটে আবার শতরান এল রোহিতের ব্যাট থেকে। ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো হল ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে।

রোহিতের পাশাপাশি মারমুখী ছিলেন শুভমন গিলও। ১১২ রান করেন তিনি। এদিন ম‍্যাঠে শতরান করতেই ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল বিরাটের দখলে। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচে ২৮৩ রান করেছিলেন বিরাট। বিরাটের সেই রেকর্ড ভাঙতে শুভমনের দরকার ছিল মাত্র ৩৬ রান। এদিন ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে সেই রেকর্ডে ভাগ বসান তিনি।

এদিন আরও একটি কীর্তি গড়েন শুভমন। নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেলেন তিনি, তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন শুভমন। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে।

 

spot_img

Related articles

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুণর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...