Thursday, May 15, 2025

মাথায় চোট আকাশদীপের, দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ২ উইকেট হারিয়ে ৩৯

Date:

Share post:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ২ উইকেট হারিয়ে ৩৯। এখনও ২২৬ রানে পিছিয়ে রয়েছে বাংলা। চোট পেলেন আকাশদীপ।

সূর্যকান্ত প্রধান (২২) যখন প্রীতমের বলে অভিমন্যু ঈশ্বরণের হাতে ক্যাচ তুলে ফিরে গেলেন, ওড়িশার রান ২২৭-৯। তখন ৮৪.৩ ওভার। ওড়িশার শেষ উইকেট জুটি আরও ১২.৩ ওভার কাটিয়ে দিল এরপর। তাদের ইনিংস শেষ হয়েছে ২৬৫ রানে। শেষ দুই ব্যাটসম্যান সুনীল কুমার রাউল ও বসন্ত কুমার মোহান্তির অবদান যথাক্রমে ২৪ ও ১৫। বসন্ত নিজের শেষ রঞ্জি ম্যাচে নট আউট থেকে গেলেন। ওড়িশার হয়ে এদিনই শেষ ম্যাচ খেললেন ৩৬ বছরের এই মিডিয়াম পেসার। লক্ষ্ণীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ীদের সঙ্গে বহু ম্যাচ খেলেছেন পূর্বাঞ্চলের হয়ে। এদিন চায়ের পর ওড়িশা যখন ফিল্ডিংয়ে নামছে, তখন দু’দলের ক্রিকেটারদের সঙ্গে বসন্তকে গার্ড অফ অনার দিলেন লক্ষ্মী-মনোজরাও।

বাংলার ইনিংসে প্রথম ধাক্কাও দিলেন বসন্তই। করণ লালকে (৮) তুলে নেন তিনি। বাংলার রান তখন ১২। এরপর আউট হয়ে গেলেন সুদীপ ঘরামি (৯)। তিনি ফিরে যান সুনীলের বলে। ফর্মে থাকা সুদীপকে ৩০ রানে হারানো একটা বড় ধাক্কা হলেও এরপর বাংলা অবশ্য আর কোনও উইকেট হারায়নি। দ্বিতীয় দিনের শেষে মনোজদের রান ৩৯-২। এখনও ২২৬ রানে পিছিয়ে রয়েছে বাংলা।
রঞ্জি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও এই ম্যাচে বাংলার বোলিং কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াল। প্রথম দিন সকালের চার ঘণ্টা নষ্ট হওয়া অবশ্যই একটা ফ্যাক্টর। কিন্তু তারপরও ওড়িশার ইনিংস শেষ করতে সাতজন বোলারকে ব্যাবহার করতে হল মনোজকে। ঈশান ও প্রীতম তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট আকাশ ঘটকের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আকাশদীপ ও গীত পুরি। আকাশ অবশ্য ৬ ওভারের বেশি বল করতে পারেননি। পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে এদিন তিনি মাথায় চোট পান। তবে সব মেডিক্যাল রিপোর্টই ভাল এসেছে। কিন্তু এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন না। আকাশের জায়গায় কনকাশন সাব হয়েছেন গীত পুরি। অভিমন্যু ১৪ ও প্রীতম ৭ রানে নট আউট রয়েছেন। এরপর আসবেন মনোজ, অনুষ্টুপ, অভিষেকরা। তৃতীয় দিন ওড়িশাকে পিছনে ফেলে কত রানের লিড নিতে পারে বাংলা, সেটাই এখন দেখার। তবে এই ম্যাচের সরাসরি নিষ্পত্তির সম্ভবনা কম। তাতে অবশ্য বাংলার কোনও ক্ষতি হওয়ার কথা নয়।


spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...