Saturday, August 23, 2025

যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘোষণার আগেই উত্তপ্ত হাওড়া ।ফের বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপির চিত্র নজরে এল হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায়। স্থানীয় যুবকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাণ্ডবে এলোপাথারি চলে গুলি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইল থানার নাজিরগঞ্জ কেন্দ্রের লিচুবাগান এলাকায় । ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয়  গুড্ডু খান ও তাঁর ছেলের দিকে ।

কে এই গুড্ডু খান ? একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে গুড্ডু খান তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেয় । তারপরেই নিহত ওয়াইজুল খানকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন লিচুবাগানের ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী গুড্ডু খান। প্রস্তাব স্বীকার করেননি নিহত ওয়াইজুল । সেই থেকেই শত্রুতার সূত্রপাত। এলাকায় নিজের দাপট বজায় রাখতে ও নিজের হারানো জমি ফিরে পেতে শুরু হয় গুড্ডু খানের নেতৃত্বে দুষ্কৃতীতে তাণ্ডব ও হুমকি।

যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর অভিযোগ উঠেছে গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। ওয়াজুল খান খুনেও নাম জড়ায় গুড্ডু খানের।CCTV ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

দেখা যাচ্ছে রাত ১১টা ০৩ মিনিট নাগাদ গলি দিয়ে দৌড়ে গেলেন এক যুবক। পিছনে জটলার মধ্যে মারধর শুরু হল এক যুবককে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কালো রঙের জ্যাকেট পরা ওই যুবক পড়ে গেলেন দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের ওপর। শুরু হল উইকেট ও ব্যাট দিয়ে বেধড়ক মার।  আগ্নেয়াস্ত্র হাতে এক যুবক তাঁকে টেনে তুললেন। ফের এলোপাথাড়ি মার ব্যাট দিয়ে। তারপর একটি বাড়ির দরজায় পড়ল ব্যাটের বাড়ি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের সাফাই,  গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।’ যদিও তৃণমূল এই দাবি নস্যাৎ করে দিয়েছে। সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন গুড্ডু খান। তৃণমূল গুড্ডুকে এখনও গ্রহণ করেনি।

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...