Thursday, November 6, 2025

বিশ্বভারতীকে তীব্র আ*ক্রমণ: অমর্ত্যকে জমির প্রকৃত নথি মুখ্যমন্ত্রীর, নোবেলজয়ীকে জেড প্লাস নিরাপত্তার নির্দেশ

Date:

Share post:

সোমবার বোলপুরে নির্ধারিত সূচি ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বইমেলার উদ্বোধন করেই সেখানে গিয়ে প্রথমে সোনাঝুরির হাট, আর তারপরেই পৌঁছে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য় সেনের (Amartya Sen) প্রতীচীর বাড়িতে। আর সেখানে গিয়ে বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের সব কুৎসার জবাব দিয়ে অমর্ত্য সেনের জমির সরকারি নথি তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অর্থনীতিবিদকে অপমান করার বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। অমর্ত্য সেনকে জেড প্লাস (Z+) নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন তিনি।

নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি গিয়ে তাঁর হাতে নথি তুলে দেওয়ার পাশাপাশি, বেশ কিছুক্ষণ কথা বলে মুখ্যমন্ত্রী। জানান তাঁর এবারের সফরসূচি। অমর্ত্য সেনের জন্য রবি ঠাকুরের ছবি, নিজের লেখা বই উপহার স্বরূপ নিয়ে যান মুখ্যমন্ত্রী। অমর্ত্য দেন ফুলের তোড়া। মমতার কথায়, উনি আমাকে ফুল দিয়ে আশীর্বাদ জানিয়েছেন। প্রতীচী থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অসম্মানের বদলে অমর্ত্য সেনকে সম্মান ফিরিয়ে দিলাম।“ সম্প্রতি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যু‍ৎ চক্রবর্তী অভিযোগ করেন, অমর্ত্য সেন শান্তিনিকেতনের জমি দখল করে রয়েছেন। শুধু তাই নয়, নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়তি জমি দখল করারও হুমকি দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কার জবাবে এল আর রেকর্ড নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তুলে দেন মমতা। তিনি জানান, একটি চিঠি বিশ্বভারতীয় জয়েন্ট রেজিস্ট্রার অমর্ত্যকে দিয়েছিলেন। তাতে অভিযোগ ছিল, বেশি জমি নিয়েছেন তিনি। অমর্ত্য সেন ১.৩৮ একর জমি নিয়ে আছেন। কিন্তু ওনার জমি ১.২৫ একর। সেখানে জমির সরকারি নথি বলছে, ২৭-১০-১৯৪৩ সালের নথি অনুযায়ী, ১.৩৮ একর জমি বিশ্বভারতী থেকে দেওয়া হয়েছিল অমর্ত্য সেনের বাবাকে। ১৯৮৪ ভূমি-ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে নথি অনুযায়ীও সেই জমির পরিমাণ রয়েছে। ১৯৫৬-এর রেকর্ডও তাই বলছে। এই নথিই তুলে দেন মমতা। শুধু তাই নয়, এই নিয়ে আইনত ব্যবস্থাও নেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আমি ছোট্ট ছক্কা মেরে গেলাম।

এরপরেই বিশ্বভারতীর উপাচার্যের নাম না করে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, কথায় কথায় ছাত্র-ছত্রীদের সাসপেন্ড করা হচ্ছে। গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে। প্রমাণ হয়ে গিয়েছে অমর্ত্য সেন ঠিক কথা বলছে। মমতার কথায়, বিজেপি করলে সাত খুন মাপ! মমতা জানান, বহুদিন বিশ্বভারতীয় পরিচালন সমিতিতে ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এটাকে কেন্দ্রকে দিয়ে আলাদা করা হয়েছে। যেন সেটা বাংলায় নয়! কেন? এটাই কী কবিগুরু চেয়েছিলেন! মখ্যমন্ত্রী বলেন, একদিন বিবেকের দংশন হবে, অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতেই হবে।

অমর্ত্য সেনকে জেড প্লাস (Z+) নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর বাড়ির সামনে পুলিশ ক্যাম্প করতে বলেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী সোনাঝুরির হাট ঘুরে দেখেন। কথা বলেন, বিক্রেতাদের সঙ্গে। একটি ব্যাগ-সহ কিছু জিনিস কেনেন মমতা।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...