Monday, January 12, 2026

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি আটকাতে কড়া নজরদারি নবান্নের

Date:

Share post:

প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম , নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে (Product price control)কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। কেন্দ্র প্রতিদিন জিনিসের দাম (Price hike)বাড়াচ্ছে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই নবান্নের (Nabanna)তরফে রাজ্যের প্রতি জেলায় নজরদারি চালানর জন্য একাধিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা নেবে এই কেন্দ্রগুলি।

নবান্ন সূত্রে খবর জেলায় জেলায় তৈরি হওয়া এই কেন্দ্রগুলি থেকে চাল, ডাল, আটা, তেল, নুন, আলু,পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত লক্ষ্য রাখা হবে। প্রতিটি কেন্দ্রে ক্রেতা সুরক্ষা দফতরের (Department of Consumer Protection) কর্মী আধিকারিকদের নিয়ে একটি করে পরিদর্শক দল থাকবে। যাঁরা বিভিন্ন দোকান বাজার সরেজমিনে ঘুরে দেখে রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাবে। তার ভিত্তিতেই কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের ৭ টি জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে এই ধরণের কেন্দ্র তৈরি করা হয়েছে। বাকি ১৬ জেলা অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এই ধরনের বাজারদর নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বলে খবর। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের তারতম্যের জন্য মধ্যবিত্তকে যাতে কোনও ভাবেই ভোগান্তির শিকার না হতে হয় সেই জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...