Saturday, May 17, 2025

রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের মুখোমুখি সৌরাষ্ট্র

Date:

Share post:

শুক্রবারই বাংলা, মধ্যপ্রদেশ, কর্ণাটক রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। আর শনিবার পাঞ্জাবকে ৭১ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। শেষ ইনিংসে ২৫২ রান তাড়া করতে নেমে ১৮০ রানে আত্মসমর্পণ করল পাঞ্জাব।

সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে পার্থ ভুট একাই পাঁচ উইকেট তুলে নেন।জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে পাঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেত পাঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। তবে শনিবার পাঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।

রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জয়ের মুখ দেখালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পাঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।

প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করা পার্থ পাঁচটি, জাদেজা তিনটি ও দোদিয়া দু’টি উইকেট নেন। পঞ্জাবের শেষের দিকে ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ পাঁচটি উইকেট পড়ে মাত্র ২৪ রানের মধ্যে। অধিনায়ক মনদীপ সিং-এর ৪৫ এবং পুখরাজ মানের ৪২ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। শনিবার ১৮০ রানেই গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস।

 

spot_img

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...