Wednesday, November 5, 2025

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের লড়াকু মনোভাবকে কুর্নিশ রাজ্যপালের

Date:

Share post:

এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার কোচবিহারে (Cooch Behar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের এভাবেই প্রশংসায় ভরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পাশাপাশি এদিন অডিটোরিয়ামে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে রাজ্যপাল বলেন, আমার কাছে আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের লড়াকু মনোভাবকেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা চলে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কথাও মনে করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোভিডের কারণে বিগত বছরগুলিতে ভাঁটা পড়লেও শনিবার কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জানান, নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে। পাশাপাশি এদিনের বক্তব্যে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২২ সাল, তিন বছরের মোট ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সোনা ও রুপোর পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...