Monday, May 5, 2025

সায়নী-কুন্তলকে নিয়ে ‘কু*মন্তব্য’! বিজেপি সাংসদকে আইনি নোটিশ যুব তৃণমূলের সভাপতির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের সম্পর্ক নিয়ে মন্তব্যের জেরে এ বার বিপাকে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে ইডি হেফাজতে নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে সায়নীর একটি পুরনো ছবিকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই ছবি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবি করেন, কুন্তলের সঙ্গে সম্পর্ক রয়েছে সায়নীর! বিজেপি সাংসদের এই ‘অশালীন’ মন্তব্যের জেরে সৌমিত্রর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ।নোটিশে সৌমিত্রকে সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

আরও পড়ুন:কুন্তলের টাকা অর্পিতার ফ্ল্যাটে! আদালতে দাবি ইডির
রবিবার একটি টুইট করে আইনি সৌমিত্রকে নোটিশ পাঠানোর কথা জানান  সায়নী। তিনি লেখেন, ‘সাংসদ সৌমিত্র খাঁকে পাঠানো আইনি নোটিশ শেয়ার করলাম। তিনি গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরেই নোটিশ পাঠানো হয়েছে। ওঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’


ঠিক কী বলেছিলেন সৌমিত্র?
শুক্রবার নিজের বিবাহ-বিচ্ছেদের মামলায় বাঁকুড়ার জেলা আদালতে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব তৃণমূল নেত্রীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র। তিনি বলেন, ‘আমি বলছি কুন্তল ও সায়নীর কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তা তদন্ত করে দেখা উচিত।’
নিয়োগ দুর্নীতিতে কুন্তলের নাম জড়ানোর পর থেকেই সায়নী ঘোষকে নিশানা করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। কুন্তলের সঙ্গে সায়নীর একাধিক ছবি সামনে এনে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। যদিও এ বিষয়ে সায়নীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘কুন্তলকে চিনি না এ কথা বলব না। একাধিক ছবিতে ওঁর সঙ্গে আমাকে দেখতে পাওয়া গেছে সেটাও ঠিক। কুন্তল ঘোষ আমাদের যুব সংগঠনে রয়েছে। সেই সূত্রেই ওঁকে চিনি।’

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...