Wednesday, November 12, 2025

আলিপুরের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামেই স্থানান্তিরত কলকাতার পুলিশ মিউজিয়াম

Date:

Share post:

আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল কলকাতার পুলিশ মিউজিয়াম (Police Museum)। শনিবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলেন, আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও ভালো ভাবে পরিচিত করবে।

পূর্বতন আলিপুর জেলের ৪ নম্বর সেলের ১৪ টি কক্ষ সংস্কার করে এই মিউজিয়াম স্থানান্তর করা হয়েছে। যেখানে বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, বোমা ইত্যাদি নান অস্ত্রশস্ত্র রয়েছে। উল্লেখযোগ্য মামলার ইতিহাস যেমন আলিপুর ষড়যন্ত্র, ঢাকা ষড়যন্ত্র মামলার নথি, অনুশীলন সমিতি,যুগান্তর গোষ্ঠীর কার্যকলাপ সংক্রান্ত পুলিশ রিপোর্টের কপিও রয়েছে। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আলাদা কোনও টিকিট কিনতে হবে না।

আলিপুর মিউজিয়ামের সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টায় এবং সপ্তাহান্তে (শুক্র থেকে রবিবার) সন্ধে ৭ টায় থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। যা ইতিমধ্যেই কলকাতার একটি অন্যতম ভ্রমণ গন্তব্য। গত বছর ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করার পর থেকে প্রায় তিন লক্ষ দর্শক আলিপুর মিউজিয়াম পরিদর্শন করেছেন৷

 

 

spot_img

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...