Friday, August 22, 2025

মীরের গপ্পো আর অনিন্দ্যর সুরেলা কণ্ঠ, ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সমাপ্তিতে আবেগের ছোঁয়া !

Date:

Share post:

এ বছরের মত শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair 2023)। ১৩ দিনের এই বইমেলায় (Book Fair) ২৫ লক্ষ মানুষের সমাগমে প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি। ক**রোনা-আত**ঙ্ক কাটিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছলো ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (46th International Kolkata Book Fair)। শেষ দিনেও কাতারে কাতারে মানুষের ভিড় ফের প্রমাণ করল কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে কথায় সুরে প্রেমের আর প্রাণের কথা বলা বইমেলা।

গত ৩০ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিরাচরিত ধারা মেনে প্রদীপ জ্বালিয়ে এবং হাতুড়ি দিয়ে ঘণ্টা বাজিয়ে বইমেলার সূচনা করেন। এই বছরই বইমেলা তার স্থায়ী জায়গা খুঁজে পেয়েছে। সল্টলেকে সেন্ট্রাল পার্কের ‘বইমেলা প্রাঙ্গণ’ যেন বিগত ১৩ দিনে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। ছোট বড় মিলিয়ে মোট ৯০০ টি বই স্টলে নানা বয়সীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু বই কেনাবেচাই নয় সঙ্গে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেন এবছরের বইমেলাকে আরও চনমনে করে তুলেছিল। গিল্ড (Guild) বলছে, এসবিআই অডিটোরিয়ামে বই প্রকাশ অনুষ্ঠানে প্রতিদিনই দর্শক সংখ্যা ছিল কানায় কানায় পূর্ণ। বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ ছিলেন ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী (Swapnamoy Chakraborty), লেখক অনিল আচার্য। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড – এর তরফে দুজনকেই বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim), দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই বছরের কলকাতা বইমেলার শেষ রবিবাসরীয় সন্ধেতে গপ্পের ঠেক জমিয়ে দিলেন মীর(Mir)।

সঙ্গীত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) কণ্ঠে বইমেলার গান যেন একরাশ নস্টালজিয়া আর এক বছরের অপেক্ষার ইঙ্গিত দিয়ে গেল শেষ দিনের অনুষ্ঠানে। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে গিল্ড-এর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত লেখক ও প্রকাশনা সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এবছরের থিম কান্ট্রি ছিল স্পেন। বইপ্রেমী মানুষের উৎসাহের ভিড়ে খুশি বিদেশী পাভিলিয়নের কর্তারাও।বইমেলার আয়োজনের জন্য দোলা সেন, সুধাংশু সেন, বিধাননগর পুরসভা, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানান ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সহ ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’।


 

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...