Tuesday, May 13, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক পুত্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির

Date:

Share post:

বাবার বিরুদ্ধেও জারি হয়েছিল লুক আউট নোটিশ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের  ছেলে সৌভিকের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করল ইডি৷এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে সার্কুলারের বিষয়ে জানাল ইডি ।

এর আগেও ইডির তরফে একাধিকবার জানানো হয়েছিল শৌভিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি যাতে তদন্তকারীদের নজর এড়িয়ে অন্যত্র চলে যেতে না পারেন, দেশের বাইরে গা ঢাকা দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

গত ৭ ডিসেম্বর নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছিল ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই চার্জশিটে মানিক ছাড়াও আরও পাঁচ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও ২টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে পেশ করা চার্জশিটে দাবি করে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্য বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নিতেন। মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও আদালতে তথ্য প্রমাণ পেশ করে ইডি। এরই মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করে ইডি।মূলত ধৃত তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই মানিক-পুত্রের দুই সংস্থা তদন্তকারীদের তদন্তের আওতায় আসে। ওই দুই সংস্থার মাধ্যমে বেশ কিছু বেআইনি আর্থিক লেনদেনেরও প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই লুক আউট নোটিশের প্রতিলিপি শুধুমাত্র এয়ারপোর্ট অথরিটিকে নয়, স্থল ও জলবন্দরের কর্তাদের কাছে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের প্রতিলিপি।

 

 

spot_img

Related articles

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...