Monday, November 10, 2025

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রাক্তনীদের কাছে সাহায্য চেয়ে চিঠি উপাচার্যের

Date:

Share post:

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। পরিস্থিতি মোকাবিলায় ফের প্রাক্তনীদের দ্বারস্থ হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস(Suranjan Das)। প্রাক্তনী সংসদ মারফৎ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের কাছে সাহায্যের আরজি পৌঁছে দিয়েছেন উপাচার্য(vice chancellor)।

গত বছর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের জেরে প্রাক্তনীদের চিঠি দিয়েছিলেন সুরঞ্জন দাস। তাতে সাড়া মেলে ব্যাপকভাবে। এবার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সংস্কার ও গবেষণার জন্য অর্থ সাহায্য চেয়ে প্রাক্তনীদের দ্বারস্থ হলেন তিনি। নিজের আহ্বান পত্রে উপাচার্য লিখেছেন, “আমি প্রাক্তন পড়ুয়াদেরকে একটি তহবিলে আর্থিক অনুদান দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রাপ্ত অর্থ বিভাগের শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ব্যয় করা হবে। যাতে বিভাগটি নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়।” তবে এই আর্থিক সংকটের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার গবেষণা এবং পরিকাঠানো খাতে যে অনুদান দিত, বিগত কয়েক বছর যাবত তা আসা বন্ধ হয়ে গেছে। অর্থ সংকটের কারণে রাজ্য সরকারও অতিরিক্ত অর্থ বরাদ্দে অপারগ। এই পরিস্থিতিতে প্রাক্তনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিজ্ঞানীর প্রচেষ্টায় ১৯২১ সালে যাত্রা শুরু করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি। অনেক দিন ধরেই কথা চলছে বিভাগটির পরিকাঠামো সময়োপযোগী করে তোলা দরকার। দু বছর আগে বিভাগের শতবর্ষের সময় তা সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে। পরবর্তী সময়েও ভাবনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি চলতি আর্থিক সংকটের ফলে। এর জেরেই এবার প্রাক্তনীদের দ্বারস্থ হলেন উপাচার্য।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...