Sunday, November 9, 2025

 ভাষা আন্দোলন নিয়ে নতুন বাংলা চলচ্চিত্র ! কী বলছেন গাজি আব্দুন নূর

Date:

Share post:

কেটে গেল ৭১ বছর, পদ্মা আর গঙ্গা দিয়ে বয়ে গেল অনেক জল কিন্তু ভাষা আন্দোলন এর উপর ভিত্তি করে সেভাবে বাংলা চলচ্চিত্র তৈরি হল না। হাতে গোনা খান তিনেক ছবি, আর বড় জোর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোতে হাতেগোনা কয়েকটি বিশেষ নাটক আর আলোচনা। ভারত হোক বা বাংলাদেশ ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতেও সেভাবে মুক্তি পেল না ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া কোনও পূর্ণদৈর্ঘ্য-এর বাংলা চলচ্চিত্র। তবে গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor) তাঁর সমাজ মাধ্যমের পোস্টে (Social Media Post)এবার আশার আলো দেখিয়েছেন সকলকে। তিনি এক দিন আগেই একটি পোস্ট করেছেন যেখানে লিখেছেন, “মহান ভাষা আন্দোলন-এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’।

২১ ফেব্রুয়ারি কিংবা ভাষার মাসকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না কোনও চলচ্চিত্র! ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি বিশেষ ছবি ২১ তারিখ মুক্তির কথা থাকলেও অনিবার্য কারণে তা হচ্ছে না। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ ছবি বানিয়েছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ নামের ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে বহুল প্রশংসিত।

এবার ভাষা আন্দোলনের খুঁটিনাটি তুলে ধরতে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) অনুদানে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’। নাম ভূমিকায় নিপুন আক্তার (Nipun Akhtar)। মান্নাফের ভূমিকায় গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor)। পশ্চিমবঙ্গে জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তিনি রাজচন্দ্রের চরিত্রে দুই বাংলার মন জয় করেছেন। অভিনয় নিয়েই পড়াশোনা করেছেন নূর। কিন্তু দিতিপ্রিয়ার সঙ্গে ধারাবাহিকের পর কলকাতায় আর তেমন ভাবে তাঁকে কাজ করতে দেখেননি দর্শক।

এবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হতে চলা বাংলাদেশের নতুন বাংলা চলচ্চিত্রে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা গাজী আব্দুন নূর (Gazi Abdun Noor)। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় থাকছেন সারোয়ার তামিজউদ্দিন। ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়ে গতকাল যে পোস্ট করেছেন নূর সেখানে একটি বিশেষ শিল্পকর্মের জন্য মন্দিরা আচার্যকে ধন্যবাদও দিয়েছেন অভিনেতা।

 

 

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...