Saturday, November 29, 2025

বিজেপির দালাল বিশ্বভারতীর উপাচার্য, অপসারণের দাবিতে শান্তিনিকেতনে প্রতিবাদ সভা বাংলা পক্ষর

Date:

Share post:

বা‌ংলা পক্ষর (Bangla Pakkha) ছাত্র শাখার উদ‍্যোগে আজ, শনিবার শান্তিনিকেতনের (Shantiniketan) বকুলতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মূলত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণের দাবিতেই তাদের এই প্রতিবাদ সভা। বাংলা পক্ষের অভিযোগ, হিন্দি সাম্রাজ‍্যবাদী বিজেপি সরকারের অনুগত উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীর সকল ঐতিহ‍্য ধ্বংস করার কাজ চলছে দীর্ঘদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Tagore) প্রতিষ্ঠান থেকে তাঁর সকল আদর্শ ও শিক্ষাচেতনা মুছে ফেলার চেষ্টা চলছে। ঐতিহ‍্যবাহী বসন্ত উৎসব, পৌষমেলা বন্ধ করা হয়েছে। নিরাপত্তার নামে বিশ্বভারতীকে (Visva Bharati) প্রাচীরে আবদ্ধ করে রবীন্দ্রনাথের মুক্ত ও সমাজমুখী শিক্ষার ভাবনাকে ধ্বংস করা হচ্ছে। প্রতিবাদী শিক্ষক, কর্মচারীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, বাদ যাচ্ছেন না প্রবীণ আশ্রমিকরাও। প্রতিবাদী ছাত্রছাত্রীরাও আক্রান্ত। অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে একাধিক ছাত্রছাত্রীকে, নামিয়ে আনা হচ্ছে নানা প্রশাসনিক জুলুম। ছাত্রছাত্রীদের ভবিষ‍্যত ধ্বংস করছে প্রতিহিংসা পরায়ণ উপাচার্য ও তার স্তাবকরা।

বাংলা ছাত্র পক্ষ এই অন‍্যায়ের তীব্র প্রতিবাদ করছে। এদিন শান্তিনিকেতনের বকুলতলার এই সভায় ছাত্র পক্ষের তরফে রণ ভট্টাচার্য্য, ইনজামুল হক, অনিকেত পোদ্দার, শক্তিরূপা সাধুখাঁ, অপরূপা সাহা সহ একাধিক জেলার ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে এক প্রতিবাদ কর্মসূচী করে। সংগঠনের পক্ষে দাবি করা হয় অবিলম্বে বিদ‍্যুৎ চক্রবর্তীর অপসারণ চাই। সেই সঙ্গে অত‍্যাচারিত ছাত্রছাত্রীদের উপর থেকে বহিষ্কার সহ সকল দমনমূলক নির্দেশিকা প্রত‍্যাহার করতে হবে। বাঙালি ছাত্রছাত্রী দের ভবিষৎ নষ্টকারী CUET বাতিল করতে হবে, বিশ্বভারতীতে রবি ঠাকুরের ঐতিহ‍্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বসন্ত উৎসব, পৌষমেলা ফিরিয়ে আনতে হবে।

সংগঠনের পক্ষ থেকে বিশ্বভারতীকে বাঁচাতে এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বাংলার সরকারের হাতে নিয়ে আসার কথাও বলা হয়। কারণ বাঙালিই পারবে রবি ঠাকুরের আদর্শকে বাঁচিয়ে রাখতে, কোনও হিন্দি সাম্রাজ‍্যবাদী শক্তি নয়। সভার পক্ষ থেকে বিশ্বভারতীর অবস্থানরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানানো হয়।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...