Wednesday, December 3, 2025

গর্ভস্থ শিশুদের রামায়ন-গীতাপাঠ! নয়া ‘কর্মসূচি’ আরএসএসের

Date:

Share post:

গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র (Sanskrit Chant) ও গীতা-রামায়ণ (Gita Ramayan) পাঠ করতে হবে মহিলাদের। যাতে গর্ভস্থ শিশুরা (Babies in Womb) জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। পাশাপাশি হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও নাকি পালটে দেওয়া যায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমনই পদক্ষেপ আরএসএস-এর (RSS)। আর এমন সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে আরএসএসকে।

‘সম্বর্ধিনী ন্যাস’ (Samvardhinee Nyas) নামে আরএসএসের মহিলা শাখা সংগঠন এই নতুন প্রকল্পকে কার্যকরী করার উদ্যোগ নিয়েছে। তাঁরা জানিয়েছেন এবার মাতৃগর্ভেই এবার ভারতীয় সংস্কৃতি শিখবে শিশুরা। আর সেকারণেই ভগবান রাম, হনুমান, শিবাজীর মতো স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী শোনানো হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আরএসএস-র পক্ষ থেকে জানান হয়েছে, গর্ভ সংস্কার (Garbha Sanskar) নামে এই প্রকল্পের মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের সঙ্গে কথা বলবেন স্ত্রীরোগ চিকিৎসকরা। আর জন্মের আগে থেকেই গর্ভস্থ সন্তানদের বার্তা দেওয়া হবে, কীভাবে দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন কথাই জানিয়েছেন সম্বর্ধিনী ন্যাসের আয়োজক মাধুরী মারাঠে (Madhuri Marathe)।

পাশাপাশি গর্ভস্থ অবস্থায় শিশুদের ডিএনএও (DNA) পালটে দেওয়া যায় বলে দাবি করেছে সম্বর্ধিনী ন্যাস। তাঁদের মতে, গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র ও গীতা-রামায়ণের পাঠ করতে হবে মহিলাদের। কারণ গর্ভস্থ শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও পালটে দেওয়া যায়। প্রাথমিকভাবে অন্তত ১ হাজার গর্ভবতী মহিলার সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সম্বর্ধিনী ন্যাসের। গর্ভ সংস্কার নামে এই প্রকল্পের প্রচারে ইতিমধ্যেই জেএনইউ ক্যাম্পাসে (JNU) একটি সম্মেলনের আয়োজন করে সম্বর্ধিনী ন্যাস। ১২টি রাজ্য থেকে প্রায় ৮০ জন আয়ুর্বেদ বিশারদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিয়েছেন।

 

 

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...