Monday, August 25, 2025

ইস্টবেঙ্গলের পাঠানো তালিকা নিয়ে বিবৃতি ইমামির, বোর্ড মিটিং নিয়ে মুখ খুললেন লাল-হলুদ শীর্ষ কর্তা

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইমামি ইস্টবেঙ্গলকে আগামী মরশুমে আইএসএলে ভালো দল গড়ার জন্য বেশ কিছু দেশি-বিদেশি ফুটবলার এবং কয়েকজন কোচের নাম পাঠানো হয় একটি চিঠির মাধ্যমে। এই চিঠিতে বলা হয়েছিল যে, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি এবং প্রাক্তন ফুটবলারদের মিলিত আলোচনার মাধ্যমে কিছু ফুটবলার এবং কোচের নাম পাঠানো হল, যাদের নিয়ে দল গড়লে আগামী মরশুমে ভালো খেলবে দল। আর এবার এই নিয়ে মুখ খুলল বিনিয়োগকারী সংস্থার। সোমবার, ইমামি ইস্টবেঙ্গলের তরফে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে জানতে পারেন যে ইস্টবেঙ্গল ক্লাব, ফুটবলার এবং কোচ নেওয়ার পরামর্শ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে। এরপর তাদের কাছে এই বিষয় অসংখ্য প্রশ্ন আসতে থাকে।

এদিন ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয় যে, ইমামি ইস্টবেঙ্গল এর তরফে ইস্টবেঙ্গল ক্লাবের পাঠানো ফুটবলার এবং কোচেদের নাম খুঁতিয়ে দেখছে। তবে ইচ্ছাতালিকা অনুযায়ী ইচ্ছামত ফুটবলার এবং কোচ নেওয়া সম্ভব নয়। এরজন্য প্রয়োজন বিস্তৃত তথ্য এবং ট‍্যেকনিকাল পরামর্শ। ইমামি ইস্টবেঙ্গল সবরকম চেষ্টা করবে আগামি মরশুমের জন্য ভালো দল গড়ার।”

একাধিক ফুটবলারের তালিকা পাঠানো হয়েছিল ইমামির কাছে সেই তালিকার প্রাপ্তি প্রেস বিবৃতি দিয়ে স্বীকার করেছে ইমামি। তবে বোর্ড মিটিং-এর তারিখ নিয়ে প্রেস বিবৃতিতে ইমামির তরফ থেকে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

ইমামির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ড মিটিং-এর জন্য সময় দিতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব। আর সেই জন্যই দেরি হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। তবে আশা করা যায়, মার্চ মাসের শেষের দিকে ক্লাব কর্তারা সময় দিতে পারবেন। এবং মিটিং-এ বসতে পারবেন।’

যদিও ইস্টবেঙ্গল ক্লাবের দাবি একেবারে ভিন্ন। তাদের দাবি, ডিসেম্বর মাসে দলের খারাপ পারফরম্যান্স দেখে বোর্ড মিটিং ডাকার জন্য চিঠি দেওয়া হলেও সভা ডাকা হয়নি।

এই নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা গত ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিলাম বসার জন্য। তবে এখনও সেই চিঠির উত্তর আমরা পাইনি। আমরা জানিয়েছিলাম দ্রুত বোর্ড মিটিং ডাকা দরকার দলের পারফরম্যান্স খারাপ। দ্রত দুট-তিনটে জায়গায় যদি পরিবর্তন আনা যায় তা হলে হয়ত আমরা একটু ভাল জায়গায় যেতে পারি। সেই চিঠির উত্তর এখনও পাইনি।”

দেবব্রত সরকার আরও বলেন, ‘কয়েকদিন আগে আমরা বসেছিলাম। সেই সময় আমাদের বলা হয়েছিল, ফেব্রুয়ারি মাসে মিটিং করার জন্য। আমরা বললাম, ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ সদস্যদের সঙ্গে কথা বলব বলে ঠিক করেছি। ১৯ তারিখের পর যে কোনও দিন মিটিং করা যেতে পারে। তারপরেও যদি ওনারা বলে থাকেন আমাদের কাছ থেকে মিটিং-এর তারিখ পাননি তবে তা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন:লিভারপুলের কাছে ৭-০ গোলে হার, ম‍্যাচ শেষে কী বললেন ম‍্যানইউ কোচ?

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...