Friday, November 14, 2025

নজিরবিহীন! মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, অনুব্রতর তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ

Date:

Share post:

মধ্যরাতের শুনানিতে অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) দিল্লি নিয়ে যাওয়ার পরের থেকেই একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার, রাত নটা নাগাদ অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছয় ইডি। দিল্লি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে (Wheelchair) বের করা হয় গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে। অথচ তাঁকে ডোমেস্টিক নয়, বের করা হয় ইন্টারন্যাশনাল এগজিটের VIP গেট দিয়ে। সেখান থেকে সোজাসুজি নিয়ে যাওয়া হয় ইডির সদর দফতরে। সেখানে কিছুক্ষণ রেখে পিছনের দরজা দিয়ে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার পরে ফিরিয়ে আনা হয় ED-র দফতরে। হোলি উপলক্ষ্যে দিল্লিতে (Delhi) কয়েকদিন আদালত বন্ধ। সেই কারণে রাতেই ভার্চুয়াল শুনানি চান ইডির আধিকারিকরা। রাত ১১টা ৩০মিনিট নাগাদ ভার্চুয়াল শুনানি হয় বিচারক রাজেশ কুমারের (Rajesh Kumar) এজলাসে।

সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনিয়মের ঘটনাগুলি তুলে ধরেন। স্পষ্ট জানান, আইন অনুযায়ী শুনানির আগে তাঁর মক্কেলের সঙ্গে তিনি একান্তে কথা বলতে পারেন। কিন্তু ভার্চুয়াল শুনানিতে সেই সুযোগ নেই। এছাড়া নিয়ম অনুযায়ী আগে স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে দফতরে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আগে অনুব্রতকে আগে সদর দফতরের নিয়ে যায় ইডি। সেখান থেকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে ফিরে আসে। অনুব্রত মণ্ডলের আইনজীবীর আপত্তিগুলি মনোযোগ দিয়ে শোনেন বিচারক। এরপরেই দশ মিনিট বিরতি নেন বিচারক। ফিরে এসে তিনি জানান, সাড়ে বারোটার মধ্যে সশরীরে সব পক্ষকে তাঁর বাসভবনের হাজির হতে হবে।

সেইমতো রাত সাড়ে বারোটা নাগাদই অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির অশোক বিহারে রাকেশ কুমারের বাড়ি যায় ইডি। সেখানে ১৪ দিনের হেফাজত চায় ইডি। কারণ এই মামলায় আর যাঁরা যাঁরা অভিযুক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে, অনুব্রতর আইনজীবী হেফাজতের বদলে বিচার বিভাগীয় হেফাজতের আবেদন জানান। একইসঙ্গে চিকিৎসকদের ফিট সার্টিফিকেট থাকলে অনুব্রত মণ্ডল শারীরিকভাবে সুস্থ নন বলে দাবি জানান তাঁর আইনজীবী। রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ হয় শুনানি। এরপর ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেরার সময় উপস্থিত থাকতে পারবেন অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন- সিসোদিয়াকে কেন গ্রেফতার,মোদিকে চিঠি বিজয়নের

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...