বেশ কিছুদিন ধরেই বিটাউনে চলছিল বিয়ের মরসুম। খুব স্বাভাবিকভাবেই নব দম্পতিদের প্রথম হোলি সেলিব্রেশনের (Holi Celebration) দিকে তাকিয়ে ছিলেন অনুরাগীরা। রোজকার ব্যস্ততার মাঝে এই একটা দিন নিয়ম করে অনিয়ম করতে চান সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই। ব্যতিক্রম নয় বলিউডও। অফিসিয়ালি আজকে অর্থাৎ বুধবার হোলি হলেও গতকাল অর্থাৎ বাঙালির দোল উৎসব থেকেই রঙিন আনন্দে মেতেছেন মায়ানগরীর সেলিব্রেটিরা (Bollywood Celebrities)। তারই টুকরো ঝলক এই প্রতিবেদনে।

রং না মেখে রঙিন হলেন হৃত্বিক রোশন(Hrithik Roshan)। প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে রং আর ভাং ছাড়াই হল হোলি সেলিব্রেশন। হৃত্বিকের দুই সন্তান হৃদান এবং রেহান ছিলেন সেখানে। উৎসব উদযাপনের একটি ভিডিও হৃত্বিক শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োতে তাঁকে টেনিস ব্যাট হাতে দেখা যায়। এক পুত্রের সঙ্গে টেনিস খেলায় মত্ত হৃত্বিক। ফ্যানেরা বলছেন উৎসবেও ফিট থাকার মন্ত্র দিলেন রাকেশ পুত্র।

সাদা শার্ট, চোখে রোদচশমা আর গায়ে নানা রঙের আবিরের ছোঁয়া – টিনসেল টাউনের নব দম্পতি সিড – কিয়ারা (Sid Kiara)এভাবেই প্রেমের রঙে মিশলেন একে অন্যের সঙ্গে।
দুটো ছেলেকে নিয়ে তুমুল হোলি সেলিব্রেশনে মাতলেন করিনা কাপুর (Karina Kapoor)। শুধু শুকনো আবিরই নয়, জল রং নিয়েও ছেলেদের সঙ্গে হোলি খেললেন করিনা।

বোনের থেকে একেবারেই ব্যতিক্রমী দিদি করিশ্মা (Karishma Kapoor)। সাদা পোশাকে হোলিতে মাতলেন নায়িকা। তবে তার ভান্ডারে ছিল শুকনো আবির আর ফুলের পাপড়ি।
বিয়ের পর থেকেই স্ত্রী ক্যাটরিনাকে (Katrina Kaif) চোখে হারান ভিকি (Vicky Kaushal)। সম্প্রতি আবার তাঁদের জীবনের নতুন অতিথি আগমনের গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। এবারেও পরিবারের সঙ্গে দোল কাটালেন ভি-ক্যাট জুটি। হলুদ রঙের সুতির কুর্তা পরে স্বামীকে জড়িয়ে ক্যামেরাবন্দি নায়িকা। ভিকির পরেছিলেন সাদা পাঞ্জাবি, চোখে ছিল রঙিন রোদচশমা আর মাথায় ব্যান্ডানা। সোশ্যাল মিডিয়ার ছবি শেয়ার করলেন ক্যাটরিনা নিজেই।

হোলির আনন্দে দেখা গেল ‘ধড়কন গার্ল’ শিল্পা শেট্টি কেও (Shilpa Shetty)। পরিবারের ছোট সদস্যকে নিয়েই আবির রঙে রঙিন তিনি।

সাদা কাফতান, সাদা প্যান্ট আর কোমরে বাঁধা লাল ওড়না বেঁধে, হোলি উদযাপন করলেন শর্মিলা কন্যা সোহা আলি খান (Soha Ali Khan)। কচি সদস্যের সঙ্গে ব্যস্ত কুণাল। বন্ধুবান্ধব পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পিচকারি নিয়ে রং খেলতে দেখা গেল এই তারকা জুটিকে। ভাইরাল সেই ছবি।

কাশ্মীরে রকি অউর রানি কি প্রেমকাহানির শ্যুটিং করছেন অভিনেত্রী আলিয়া(Aliya Bhatt। শ্যুটিংয়ের কারণে রঙের উৎসবে রঙ মাখতে পারেননি। এবছর স্বামী কন্যাকে নিয়ে রং খেলা হল না। একটু মন খারাপ রণবীর ঘরনীর।

প্রবাসী ভারতীয় হলেও দেশে পাকাপাকিভাবে কাজ শুরু করার পর থেকেই ভারতের সংস্কৃতির সঙ্গে মিশেছেন সানি লিওনি (Sunny Leone)। অন্যান্য বছরের মতো স্বামী ড্যানিয়াল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সাদা সাবেকি পোশাক পরে হোলিতে মাতলেন সানি।

