Saturday, August 23, 2025

চতুর্থ টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট-অশ্বিন

Date:

Share post:

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ম‍্যাচ খেলতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। আর চতুর্থ টেস্টে ভারতের এই দুই ক্রিকেটারই নজিরের সামনে দাঁড়িয়ে। আর ৪২ রান করতে পারলে ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। অন‍্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিন টেস্টে তেমন রান করতে পারেননি কোহলি। কিন্তু চতুর্থ ম‍্যাচে ৪২ রান করতে পারলেই ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। এর আগে কেবলমাত্র এই কীর্তি অর্জন করেছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর এবং বীরেন্দ্র সেহওয়াগ। তাই বিরাট আহমেদাবাদ টেস্টে এই মাইলফলক ছুঁলে, তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন, পিছনে ফেলবেন দ্রাবিড় ও গাভাস্করকে। তবে গড়ের দিক থেকে, কোহলি সবার উপরে থাকবেন (৫৮)।

অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন। ভারতীয় এই স্পিনার টেস্ট ক্রিকেটে ৪৬৭, একদিনের ক্রিকেটে ১৫১ এবং টি-২০ ক্রিকেটে ৭২টি উইকেট নিয়েছেন। পাশাপাশি এই ম্যাচে চার উইকেট নিলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হবেন অশ্বিন। পিছনে ফেলবেন ভারতের প্রাক্তন তারকা বোলার অনিল কুম্বলেকে, যিনি অজিদের বিরুদ্ধে ১১১টি উইকেট নিয়েছিলেন। যদিও  প্রথম দিনের শেষে একটি উইকেট নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান অস্ট্রেলিয়ার, শতরান খোয়াজার

 

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...